আনোয়ারায় ভূমি বিরোধের জেরে বসতঘরে হামলা ও মারধরের ঘটনার অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক এলাকার খানবাড়িতে এঘটনা ঘটে। এঘটনায় আহত রিমা আকতার তিনজনকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হল স্থানীয় মহিউদ্দিন, নুরুদ্দিন ও হৃদয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতের স্বামী মো. আজমীর খান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে রাতে গরে এসে আমার স্ত্রী ও আমার ওপর হামলা করে ঘরের আসবাপত্র ভাঙচুর করেছে । ঘটনার পর আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে থানায় অভিযোগ করেছি। ভূমি বিরোধের বিষয়টি অস্বীকার করে এহসান খান বলেন, বিশ^কাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে একটু কথাকাটাকাটি হয়েছে। বিষয়টি আমরা সামাজিকভাবে সমাধান করার চেষ্টা করছি। আনোয়ারা থানা পুলিশের সহকারী পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দু’পক্ষকে সোমবার থানা আসতে বলা হয়েছে।