চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, কোরআন ও সুন্নাহ আলোকে যৌতুকবিহীন বিবাহ শরীয়তসম্মত। আজকের অনুষ্ঠানে যৌতুকবিহীন বিয়ে একটি দৃষ্ঠান্ত ও অনুকরণীয়। সমাজে এ ধরনের কার্যক্রমের জন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে। প্রত্যেক ধর্মের অনুভূতি সম্পন্ন মানুষ যৌতুক প্রথাকে ঘৃণা করে। একইভাবে মাদককে কোন ধর্মই সমর্থন করে না। ধর্মীয় রীতিনীতি অনুযায়ী মাদক সেবন বড় ধরনের অপরাদ। সমাজে মাদক সেবনকারীদের কেউ পছন্দ করে না। পীরে কামেল মাও. আবুল কাসেম নুরী বলেছেন, ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী বিবাহ সুন্নাত। নবী করিম (সাঃ) যে রীতিনীতি অনুযায়ী বিবাহ সম্পন্ন করেছেন প্রত্যেক মুসলমানকে তা মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। অন্যথায় সংসার জীবনে অশান্তি সৃষ্টি হতে পারে। গত ১৪ অক্টোবর রাতে সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে যৌতুক ও মাদক বিরোধী সমাবেশ পীরে কামেল ছৈয়দ মাও. মুফতি আশেকুর রহমান আল হাফেজ নগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আহলে সুন্নাত যুব পরিষদ ও সৃজনী বাংলাদেশ চন্দনাইশ শাখার উদ্যোগে আনজুমানে রজভীয়া নুরীয়া কমিটির ব্যবস্থাপনায় সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, মুখ্য আলোচক ছিলেন পীরে কামেল মাও. আবুল কাসেম নুরী (মা.জি.আ), উদ্বোধক ছিলেন আনজুমানে রজভীয়া নুরীয়া ট্রাস্টের মহাসচিব এড. আব্দুর রশিদ দৌলতি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন সৃজনীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাস্টার হুমায়ুন কবির, তকরির করেন- ভারতের খতিব-ই জিশান মাও. সাখাওয়াত হোসেন বারকাতী, মাও. ওমর ফারুক নঈমী। সংবর্ধিত অতিথি ছিলেন যথাক্রমে এড, এসএম সিরাজদৌল্লাহ, ডা. মো. সেলিম উদ্দীন, আবদুল মোতালেব, আজাদ হোসেন টিপু, আবুল কালাম প্রমুখ।