আজ রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১
জামিজুরী শ্রীকৃষ্ণ গীতা আশ্রমের

২দিন ব্যাপী বার্ষিক মহানামযজ্ঞ শুরু ১৭ ডিসেম্বর

মোঃ আয়ুব মিয়াজী, চট্টগ্রাম দক্ষিণ : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৩ ডিসেম্বর ২০২২ ০২:১০:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

স্বধর্মের বিভূতিময় মাধুর্য্যমন্ডিত অমৃতরস ধারায় প্রতি বছরের ন্যায় এবার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভাধীন ব্রহ্মলীন শ্রীমৎ স্বামী অরুনানন্দ পুরী মহারাজের প্রতিষ্ঠিত জামিজুরী শ্রীকৃষ্ণ গীতা আশ্রমের উদ্যোগে ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ব্রহ্মলীন শ্রীমৎ স্বামী অরুনানন্দ পুরী মহারাজজীর ৩য় তিরোধান দিবস উপলক্ষে বিশ্বশান্তি মঙ্গল কামনায় ২ দিন ব্যাপী মহতী গীতাযজ্ঞ, সংগীতানুষ্ঠান ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ আাগামী ১৭ ডিসেম্বর’ ২০২২ইং, শনিবার থেকে আশ্রম অঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে শুরু হয়ে ১৮ ডিসেম্বর, রবিবার’ ২০২২ইং দিবাগত ভোর রাতে বার্ষিক অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। এ উপলক্ষে আয়োজিত ২ দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসুচীর মধ্যে রয়েছে- প্রথম দিনের ভোর ৫ ঘটিকায় মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন ও ঠাকুরের সমবেত প্রার্থনা, সকাল ৮ ঘটিকায় বিশ্বশান্তি মঙ্গল কামনায় মহতী গীতাযজ্ঞ, দুপুর ১২ ঘটিকায় শ্রী শ্রী প্রভুর পূজা ও রাজভোগ নিবেদন, দুপুর ১ ঘটিকায় মহাপ্রসাদ আশ্বাদন, বিকাল ৫ ঘটিকায় গীতা প্রতিযোগীতা, নৃত্যু এবং ভক্তি মূলক সংগীতাঞ্জলী, রাত ৮ ঘটিকায় শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞের শুভ অধিবাস এবং দ্বিতীয় দিনে ব্রাহ্মমূহুর্তে শ্রী শ্রী তারকবৃহ্ম মহানামযজ্ঞের শুভারম্ভ, দুপুর ১২টায় শ্রী শ্রী ঠাকুরের রাজভোগ, দুপুর ১টায় আনন্দবাজারে মহাপ্রসাদ আস্বাদন ও রাত ১০টায় আনন্দবাজারে মহাপ্রসাদ আস্বাদন এবং বিশেষ আকর্ষণ রাত ২ ঘটিকায় দেবী দূর্গা সম্প্রদায়ের সুসজ্জিত অপূর্ব পরিবেশনায় শ্রী শ্রী কৃষ্ণলীলা প্রদর্শন এবং ১৯ ডিসেম্বর, সোমবার ঊষালগ্নে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞের পূর্ণাহুতি। উক্ত অনুষ্ঠানের আরোও শ্রীনাম সুধা বিতরণে গোপাল বাড়ী সম্প্রদায়- চট্টগ্রাম, দেবী দূর্গা সম্প্রদায়- বরিশাল, দয়াল কৃষ্ণ সম্প্রদায়- চট্টগ্রাম এবং জয় বিমল কৃষ্ণ সম্প্রদায়-নেত্রকোনা উপস্থিত থাকবেন। তাই সত্যকে জীবনের বেদীতে প্রতিষ্ঠা করে সত্যের মহানাম প্রেমসুকান্ত ভক্তপদরজ সমৃদ্ধ এই মহোৎসবের প্রতিটি পূর্বে ভক্তদের উপস্থিতি এবং সহযোগিতা অতলান্ত আন্তরিকতায় শ্রীকৃষ্ণ গীতা আশ্রম কেন্দ্রীয় কার্যকরী পরিষদ কামনা করছে এবং ভক্তদের শুভাগমনে পরিষদের শুভ আয়োজন শুভমহ হোক আশা করেন শ্রী আশীষ কুমার ভট্টাচার্য্য-সভাপতি, শ্রী চিত্ত রঞ্জন বিশ্বাস-সাধারণ সম্পাদক এবং শ্রী কানু সিকদার-অর্থ সম্পাদকসহ সকল কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ।