সড়কে ট্রাপিক পুলিশের চাঁদাবাজি ও পুলিশি হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে সিএনজি অটোরিকশা চালকরা। বুধবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার আনোয়ারা-চন্দনাইশ সড়কের জয়কালী হাট বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন সিএনজি চালক আমিনুল ইসলঅম, মো. এমরান, নুরুল আবছার ও জাকির হোসেন। এসময় অর্ধশতাদিক সিএনজি চালক গাড়ী নিয়ে মানববন্ধনে উপস্থিত হন। চালকরা বলেন, আমরা আনোয়ারা-চন্দনাইশ-সাতকানিয়া ও পটিয়া সড়কে আমাদের গাড়ী চলাচল করে। সারাদিন গাড়ী চালিয়ে যা আয় করি গাড়ী ভাড়া দেয়ার পর সংসার চালাতে হিমশিম খেতে হয়। কিন্তু গাড়ী নিয়ে সড়কে নামলে সাতকানিয়া কেরানির হাট ট্রাপিক পুলিশ ও চন্দনাইশের দোহাজারি পুলিশ ফাঁড়িকে প্রতিদিন ২০০ থেকে ৫০০ টাকা করে দিতে হয়। এই টাকা না দিলে আমাদের গাড়ী আটকে রেখে হয়রানি করে পুলিশ। তাই আমরা এই হয়রানি থেকে মুক্তি চাই। সিএনজি চালক আমিনুল ইসলাম বলেন পেঠের দায়ে গাড়ী চালাই, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারনে সংসার চালাতে কষ্ট হচ্ছে, সেখানে পুলিশকে কি ভাবে চাঁদা দেব! অপর চালক মো. এমরান বলেন চাঁদা না দিলে পুলিশ গাড়ী চালাতে দেয়না। তবে কেরানিরহাট ট্রাপিক বক্সের ইনর্চ্জ আবদুর রউফ বলেন চালকদের এসব অভিযোগ অস্বীকার করেন।