আজ শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ই শ্রাবণ ১৪৩১

সৌদিকে হজ পালন করতে গিয়ে এক নারীসহ ১২ বাংলাদেশি হজযাত্রী মৃত্যু

খলিল চৌধুরী, সৌদি আরব : | প্রকাশের সময় : শুক্রবার ৭ জুন ২০২৪ ০২:৪৭:০০ অপরাহ্ন | আন্তর্জাতিক

চলতি বছরে পবিত্র হজ্ পালনে করতে গিয়ে সৌদি আরবের মক্কা মদিনায় গত দুসপ্তাহে ব্যবধানে এক নারীসহ ১২ বাংলাদেশি হজযাত্রী মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন মক্কা বাংলাদেশ হজ্ব মিশনের হজ্ব কাউন্সিল জহিরুল ইসলাম।

 

জানা যায়, গত ২৫ মে থেকে দুসপ্তাহে ব্যবধানে মক্কা মদিনায় দেশটির স্হানীয় বিভিন্ন সরকারি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মোঃ আসাদুজ্জামান (৫৬), মোঃ মোস্তফা (৮৯), লুফতর রহমান (৬৫), মোহাম্মদ ইদ্রিস (৬৪), মুরতাজুর রহমান (৬৩),  মোঃ জামাল উদ্দিন (৬৯), ইমাম ভুঁইয়া (৬৫), মোহাম্মদ শাহজাহান (৪৫), মোহাম্মদ নুরুল আলম (৬১), মকসুদ আহমদ (৬১), আরিফুল ইসলাম (৫৭) ও মমতাজ বেগম (৬৩) নামে এ হজ যাত্রীরা মৃত্যু বরণ করেন।

 

সৌদিতে হজ গিয়ে নিহত এক নারীসহ ১২ বাংলাদেশি হজ যাত্রীরা-

 

১/ মোঃ আসাদুজ্জামান, তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বাসিন্দা।

 

২/ মোহাম্মদ মোস্তফা, পাসপোর্ট নম্বর ০৭৪০৮৪৭, 

 

৩/ লুফতুর রহমান, পাসপোর্ট নম্বর এ-১২৯৬৯৪০৮, তিনি কুড়িগ্রাম জেলার বাসিন্দা। 

 

৪/ মোহাম্মদ মুরতাজুর রহমান খান, পাসপোর্ট নম্বর এ-১৩১৩১৭৯৩, তিনি রাজধানী ঢাকা জেলার নবাবগঞ্জের বাসিন্দা।

 

৫/ মোহাম্মদ ইদ্রিস, পাসপোর্ট নম্বর এ০৫৮৬৯৬৮৪, তিনি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার বাসিন্দা।

 

৬/ মোহাম্মদ জামাল উদ্দিন, পাসপোর্ট নম্বর এ১১২০৬৯০২০, তিনি কক্সবাজার জেলা মহেশখালী উপজেলার বাসিন্দা।

 

৭/ ইমাম ভুঁইয়া, পাসপোর্ট নম্বর এ০৮৪০০৫৪১, তিনি কুমিল্লা জেলার বাসিন্দা।

 

৮/ মোহাম্মদ শাহজাহান, পাসপোর্ট নম্বর ০৭৯৬১৮৪০, তিনি ঢাকা জেলার বাসিন্দা।

 

৯/ আরিফুল ইসলাম, পাসপোর্ট নম্বর ই-০০১১১৯০৫, রাজধানী ঢাকা রামপুরার বাসিন্দা।

 

১০/  মকসুদ আহমদ, পাসপোর্ট নম্বর  বি-০০৭৬৪৩০৫, তিনি কক্সবাজার জেলা চকরিয়া উপজেলার বাসিন্দা।

 

১১/  মোহাম্মদ নুরুল আলম, পাসপোর্ট নম্বর ০৮৩৭৭৬৯৭,  তিনি কক্সবাজার জেলা রামু উপজেলা বাসিন্দা।

 

১২/ মমতাজ বেগম, পাসপোর্ট নম্বর ০৫৪৯০৯৮৯, তিনি ফরিদপুর জেলা বাসিন্দা।

 

সৌদি আরব এ পর্যন্ত সর্বমোট হজ যাত্রী মৃত্যু হয়েছে ১২ জন, পুরুষ ১১ জন, নারী এক জন। এমধ্যে মক্কায় ৯ জন ও মদিনায় ৩ জন।

 

গত ৬ জুন পর্যন্ত বাংলাদেশ বিমানসহ ১৭২ টি ফ্লাইটের মাধ্যমে  বাংলাদেশ থেকে সর্বমোট ৬৭ হাজার ১৩৮ জন হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন । 

হজ্ব যাত্রীদেন গত ৯ মে বাংলাদেশ থেকে হজ্বের প্রথম ফ্লাইট শুরু হয, হজ যাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট আগামী ২২ জুলাই ২০২৪।

 

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন ২০২৪ চলতি বছরের পবিত্র হজ্ব অনুষ্ঠিত হবে।