রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের নূরুল উলুম নুরানী মাদ্রাসার বার্ষিক পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ১৩ জন শিক্ষার্থীর মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।
শনিবার ১ফ্রেবরুয়ারী সকালে রাজস্থলী বাজারস্থ নুরুল উলুম নুরানী মাদ্রাসা মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ করেন রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহবায়ক নাঈমুল ইসলাম রনির পক্ষ থেকে ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রাজু আহম্মেদ।
এ সময় রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, সাধারণ সম্পাদক মোঃআইয়ুব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাবীবুল্লাহ মিসবাহ,নুরুল উলুম নুরানী মাদ্রাসার পরিচালক মৌলনা নুরুল হক , শিক্ষক হাফেজ রবিউল ইসলাম, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।