আজ বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

রাঙ্গুনিয়া পোমরা যুবলীগের কমিটি ঘোষণা- মহিনউদ্দিন সভাপতি, সাব্বু সম্পাদক

রাঙ্গুনিয়া প্রতিনিধি: | প্রকাশের সময় : রবিবার ২ জানুয়ারী ২০২২ ১০:১১:০০ অপরাহ্ন | রাজনীতি

রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়ন যুবলীগের ৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. মহিন উদ্দিনকে সভাপতি, আসিফুল করিম চৌধুরী সাব্বুকে সাধারণ সম্পাদক ও সাজ্জাদ হোসেন চৌধুরী নাচুকে সহ সভাপতি নির্বাচিত করা হয়। রোববার (২ জানুয়ারি) উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী দুই বছরের জন্য এই আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে জানানো হয়। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য বিজ্ঞপ্তিতে নির্দেশ দেওয়া হয়। 

উল্লেখ্য সম্প্রতি পোমরা ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি পদে ৭ জন এবং সাধারণ সম্পাদক পদে ৯ জন প্রার্থী ছিল।