আজ বুধবার ৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩শে মাঘ ১৪৩১
সক্রিয়করণে তরুণদের ভূমিকা সম্পর্কে আলোচনা সভা

সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়ন পরিষদ তারুণ্যের উৎসবে গ্রাম আদালত

নিজস্ব প্রতিবেদক, সীতাকুণ্ড | প্রকাশের সময় : মঙ্গলবার ১৪ জানুয়ারী ২০২৫ ১০:০৬:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে  মঙ্গলবার  সকাল ১১টায় ৭নং কুমিরা ইউনিয়ন পরিষদে তারুণ্যের উৎসব-২০২৫ শীর্ষক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় কুমিরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত তরুণদের মাঝে গ্রাম আদালত সক্রিয়করণে তরুণদের ভূমিকা শীর্ষক আলোচনা করেন “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প” এর উপজেলা সমন্বয়কারী মোহছেনা আক্তার। 

অনুষ্ঠানে ইউপি প্রশাসনিক কর্মকর্তা শোভন কান্তি ভৌমিক এর সঞ্চালিত সভায় অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন  উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব কামাল উদ্দিন। এতে বক্তব্য রাখেন কুমিরা বাজার কমিটির সভাপতি মো: ইদ্রিস, কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কুমিরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সীতাকুণ্ড উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দসহ আরও অনেকে। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ৩ জন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষকমন্ডলী এবং ছাত্রছাত্রীবৃন্দ। 

সভায় বক্তারা বলেন ,তরুণদের হাতে আগামীর বাংলাদেশ। তরুণদের ভাবনায় সুন্দর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তরুনরাই সেই দায়িত্ব পালনের জন‍্য প্রস্তুত হতে হবে। এছাড়া ও উক্ত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপির অর্থায়নে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের সীতাকুণ্ড উপজেলার উপজেলা সমন্বয়কারী মোহছেনা আক্তার বলেন, গ্রাম আদালত ইউনিয়ন পরিষদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সেবা। ৫ আগস্টের পর থেকে এই সেবা থেকে সাধারণ জনগণ বঞ্চিত হচ্ছে।   গ্রামীন  প্রান্তিক জনগোষ্ঠীর বিচারিক সেবা নিশ্চিত করণে গ্রাম আদালত সক্রিয় করা খুবই গুরুত্বপূর্ণ আর এই বিষয়ে তরুণদের ভূমিকাও গুরুত্বপূর্ণ।”