আজ শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ই শ্রাবণ ১৪৩১

সীতাকন্ডে সিকিউরসিটি উৎসবের ৬ষ্ঠ দিনে ব্যবসায়ীদেও সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, সীতাকুন্ড : | প্রকাশের সময় : বুধবার ১৫ মে ২০২৪ ০৮:০৫:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

সীতাকুন্ডে দোকান বিক্রির সমাপনী উৎসবের ৬ষ্ঠ দিনে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা করেছে ম্যানেজম্যান্ট। বুধবার দুপুরে সিকিউর সিটি কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ম্যানেজম্যান্টের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দোকান-মালিক সমিতির সভাপতি বেলাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন,‘ ভাইস চেয়ারম্যান আক্তার হোসেন, মার্কেটিং কর্মকর্তা আবুল হোসেন, খালেদসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথি বলেন,‘ সীতাকুন্ড আধুনিকতার ছোঁয়া লাগিয়ে স্মার্ট রুপ দিয়েছে সিকিউর সিটি। সিটি গেইট থেকে বারৈয়ারহাটের মধ্যে সিকিউর সিটি শপিং কমপ্লেক্স একমাত্র আধুনিক মার্কেট। আর্ন্তজাতিক শপিং মহলের আদলে গড়া হয়েছে সিকিউর সিটি। তাই এই মার্কেটের সাথে সীতাকুন্ড সুনাম অক্ষুন্ন রাখতে সবার সহযোগীতা প্রয়োজন। সভাপতির বক্তব্যে চেয়ারম্যান বলেন,‘ আমরা মার্কেটের কেউ না। সীতাকুন্ডের দায়ীত্ব র্কতব্যের খতিওে মার্কেটটি চালু করে দিয়ে যেদে চাই। সমাপনী বিক্রয় উৎসবে যারা মার্কেটের দোকান ক্রয় করবেন তাদেরকে বিশেষ সুবিধা দেয়া হবে। সবার সহযোগীতা নিয়ে আগামী ১ লা মার্চ মার্কেটের উদ্বোধন করে একটি আধুনিক মার্কেট উপহার দিয়ে যাব।