আজ শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধ ও হামলাকারীদের ফাঁসির দাবিতে সন্দ্বীপে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪ ০৮:০৮:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

টঙ্গি ইজতেমা ময়দানে হামলাকারী সাদপন্থীদের ফাঁসি, ও  তাদেরকে অবাঞ্চিত ঘোষণা, সন্ত্রাসী সা'দ বাহিনীর সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করার দাবিতে সন্দ্বীপে  বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা করেছে ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতা। বৃহস্পতিবার  (২৬ ডিসেম্বর) সকাল ১০ টা সন্দ্বীপের প্রায় ৭০ টি মাদ্রাসা  থেকে বিক্ষোভ মিছিল এনাম নাহার মোড়ে  এসে  গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে প্রতিবাদ সভায় মিলিত হয়। এতে  সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিভিন্ন মাদ্রাসার মুহতামিমগন। 

 

উপজেলা ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতার পক্ষে মদিনাতুলুম  উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা মাহাবুব উল্ল্যাহর  সভাপতিত্বে ও দ্বীপবন্ধু মোস্তাফিজুর রহমান মাদ্রাসার মুহতামিম মাওলানা নাজিম উদ্দীনের  পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আজিমপুর মাদ্রাসার মুহতামিম  মাওলানা আবু বকর, দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা ইসা, মাহমুদীয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা সিরাজ, দারুল জান্নাহ মাহমুদীয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা রায়হান উদ্দিন, রহমতপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আনজারশাহ, ইদ্রীসীয়া তালিমুল কুরআন মাদ্রাসার মুহতামিম মুফতি মোঃ হাসান, খাদেমুল ইসলাম মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল, ওমর ইবনে খাত্তাব মাদ্রাসার মুহতামিম মাওলানা ইহসান, উম্মুল কোরা মাদ্রাসার মুহতামিম মাওলানা শরীর হায়দার, মারকাজুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আহসান উল্ল্যাহ, উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ সুমন,  যুবনেতা  মুফতি শেখ জাহিদুল ইসলাম, ছাত্রনেতা ইয়াসিন আরাফাত ভূইয়া প্রমুখ। বক্তরা বলেন  গত ১৭ ডিসেম্বর দিবাগত রাত ৩.৩০ মিনিটে টঙ্গী ইজতেমা মাঠে তাবলীগের সাথী ও মাদ্রাসার ছাত্রদের উপর সাদপন্হীরা  অত্যন্ত নির্মম ও বর্বরোচিত ভাবে  সন্ত্রাসী হামলা করেছে । এতে আমাদের ০৪ (চার) জন সাথী নিহত ও প্রায় ৫০০ শত জন গুরুতর আহত হয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে খুনিদের ফাঁসি ও খুনি সন্ত্রাসী সা'দপন্থীদের সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করার দাবী জানাচ্ছি।