আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯৯ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

নুরুল ইসলাম সবুজ, সাতকানিয়া : | প্রকাশের সময় : মঙ্গলবার ৫ নভেম্বর ২০২৪ ০৯:১৫:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে সাতকানিয়ার কেরানীহাট এলাকায় অভিযান চালিয়ে এসব পলিথিন জব্দ করা হয়। সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম এ অভিযানের নেতৃত্ব দেন। এসময় সাথে ছিলেন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. ফয়সল। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে কেরানীহাট সিটি সেন্টার ও কাঁচা বাজারে অভিযান চালিয়ে পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন বিক্রির জন্য এবং মূল্য তালিকা না থাকার জন্য বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৮টি মামলায় ১৪ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এ সময় ৯৯ কেজি পলিথিন জব্দ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম বলেন, অভিযানে নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও মূল্য তালিকা না থাকার বিষয়ে সতর্ক করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।