আজ রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

সন্দ্বীপ পৌরসভায় মৌলভী শামসুল হুদা সড়ক পাকাকরণ কাজ:(ইউএনও) উদ্বোধন

সন্দ্বীপ( চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশের সময় : শনিবার ১১ জানুয়ারী ২০২৫ ০৬:৪২:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ইমপ্রোভিং আরবান গভর্নেন্স এন্ড ইনপ্রাষ্ট্রাকসার  প্রজেক্টের আওতায় সন্দ্বীপ পৌরসভা ৫ নং ওয়ার্ডে মৌলভী শামসুল হুদা সড়ক পাকাকরণ কাজ উদ্বোধন করেন সন্দ্বীপ  উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক  রিগ্যান চাকমা।

১১ জানুয়ারি ২৫ সকালে এ কাজের উদ্বোধন করা হয়েছে। 

৮০৮ মিটার লম্বা ও ৩ মিটার প্রস্থ এ রাস্তা পাকাকরণ হলে এলাকাবাসীর দুর্ভোগ লাগব হবে বলে এলাকাবাসী অভিমত প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড দায়িত্ব প্রাপ্ত কমিশনার ও উপজেলা  যুব উন্নয়ন অফিসার আনোয়ার হোসেন,  সন্দ্বীপ অফিসার্স ক্লাব সেক্রেটারি মু: আক্তারুজ্জামান সুজন, পৌর ইন্জিনিয়ার ও নির্বাহী মোর্শেদ আলম ও সন্দ্বীপ অধিকার আন্দোলনের সভাপতি হাসানুজ্জামান সন্দ্বীপীসহ প্রমূখ।