আজ মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

লোহাগাড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া: | প্রকাশের সময় : বুধবার ৯ নভেম্বর ২০২২ ০২:০৪:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

চট্টগ্রামের লোহাগাড়ায় ১ হজার পিস ইয়াবাসহ মো. আলমগীর (৩২) নামের এক যুবককে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। সে কক্সবাজার জেলার পিএএম খালী পাতলী পশ্চিম পাড়া এলকার আমানুল হক এর ছেলে। বুধবার (৯ নভেম্বর) ভোরে উপজেলার চুনতি ফরেস্ট অফিস সংলগ্ন চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কে যাত্রিবাহী বাসে তল্লাশী চালিয়ে তাকে আটক করা হয়। লোহাগাড়া থানর ওসি মুহম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে এসআই মোজাম্মেল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচারনা করেন। লোহাগাড়া থানর ওসি মুহম্মদ আতিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যালেটসহ ১ যুবককে আটক করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে একইদিন সকালে আদালোতে সোপর্দ করা হয়।