লোহাগাড়ার চুনতিতে দেওয়ালের চাপায় মো. আইয়ুব (৬২) নামের এক শ্রমিক নিহত হওয়ার ঘটনা ঘটে। সে লোহাগাড়ার চুনতি মেহেরুন্নিছা স্কুল সংলগ্ন মাওলানা পাড়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। সোমবার (১২ ডিসেম্বর) সকাল ৯ টায় লোহাগাড়ায় চুনতি সিকদার পাড়ায় সাবেক ইউপি সদস্য মোরশেদ আলী মেম্বারের বাড়িতে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় আমির হোসেন (৪৮) নামের আরেক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আবুলু। স্থানীয়রা জানান, মোরশেদ মেম্বারের ছেলে ও তার ভাইগণ যৌথভাবে পাকাবাড়ি নির্মাণ করার জন্য পুরনো মাটির তৈরি বাড়ি ভাঙ্গার জন্য মো. আইয়ুব শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। মাটির দেওয়ার ভাঙার সময় অসবধানতা বসত দেওয়াল ভেঙে চাপা পড়লে ঘটনাস্থলে মারা যায় আইয়ুব। আশ পাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চুনতি ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম আবুলু সওদাগর বলেন, আইয়ুব প্রতিদিনের ন্যায় কাজ করার জন্য বাড়ি থেকে চলে যায়। ঘটনার দিন কাজ করার সময় দেওয়ালের চাপায় নিহত হলে থানায় অবহিত করি। লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান বলেন, চুনতিতে দেওয়ালের চাপায় এক শ্রমিক নিহত হওয়ার খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে নিহতের পরিবার অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।