আজ রবিবার ৫ জানুয়ারী ২০২৫, ২১শে পৌষ ১৪৩১

লোহাগাড়ায় আন নূর ট্রাভেলস হজ্জ গ্রুপের উদ্যোগে শানে মুস্তফা (সা.)

জাহেদুল ইসলাম, লোহাগাড়া: | প্রকাশের সময় : মঙ্গলবার ১০ অক্টোবর ২০২৩ ০৪:১৪:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়ায় পবিত্র রবিউল আওয়াল মাস উপলক্ষে আন নূর ট্রাভেলস হজ্জ গ্রুপের উদ্যোগে শানে মুস্তফা (সা.) ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে লোহাগাড়া সদর মক্কা টাওয়ারের দ্বিতীয় তলায় আমজাদিয়া ইন্টারন্যাশনাল এর অফিসে এ শানে মুস্তফা (সা.) অনুষ্ঠিত হয়েছে।

 

বড়হাতিয়া এশাতুল উলুম ফাজিল মাদরাসার মুদাররিস মাওলানা গোলাম কাদের তজল্লীর সভাপতিত্বে ও আমজাদিয়া ইন্টারন্যাশনাল, আন নূর ট্রাভেলস হজ্জ গ্রুপের চেয়ারম্যান আবু নোমান মোহাম্মদ হাফিজ উল্লাহর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে কুরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ করেন চুনতি হাকিমিয়া কামিল (এমএ) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী। বিশেষ অতিথি হিসবে আলোচনা পেশ করেন বাহরুল উলুম আল্লামা শাহ কুতুব উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা সালাহ উদ্দিন বেলাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম.ফিল গবেষক বদরুদ্দীন সাদী ও চুনতি তাজভীদুল কুরআন হিফজখানা ও একাডেমীর ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মুছা তুরাইন।

 

রাসুল (সা.) এর শানে মুস্তফা পরিবেশন করেন আজাদ শেখ, শিল্পী আবু সাদেক নোমান, আব্দুল্লাহ আকরাম হাদী, মো. ফরহাদুল ইসলাম, রবিউল হোছাইন, নেজাদ উদ্দিন, আব্দুল্লাহ মুহাম্মদ সাদ প্রমূখ। এছাড়া আরো অনেকে ছোট-বড় শিল্পী উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভা ও শানে মুস্তফা (সা.) পরিবেশন শেষে মোনাজাত পরিচালনা করেন বড়হাতিয়া এশাতুল উলুম মাদ্রাসার মুদাররিস গোলাম কাদের তজল্লী।