পার্বত্য দুর্গম পাহাড়ী জনগোষ্টির শীত নিবারণের লক্ষে উপজেলার মিতিঙ্গাছড়ি, নাড়াইছড়ি,বলি পাড়া, হাতিছড়া এলাকার অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে ৫৬ অটল কাপ্তাই জোনের ব্যবস্থাপনায় কাপ্তাই জোন অধিনায়ক লেঃ কর্ণেল আনোয়ার জাহিদের নির্দেশনায় এ শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
২২ অক্টোবর সোমবার সকালে মিতিংগ্যা ছড়ি ক্যাম্পে এলাকার অসহায় হত দরিদ্র বয়োজ্যেষ্ঠ নারী পুরুষ ও ছোট ছোট শিশুদের মাঝে প্রায় ১১০ টি শীত বস্ত্র বিতরণ করেন, রাজস্থলী ক্যাম্প কমান্ডার মেজর মোহাম্মাদ হাসান চৌধুরী, এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা ,মিতিঙ্গা ছড়ি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আহসানুল কবির সাকিব, সিনিয়র ওয়ারেন্ড অফিসার সাইফুল ইসলাম, ওয়ারেন্ড অফিসার আবদুল শুক্কুর, সাংবাদিক আজগর আলী খান, হারাধন কর্মকার প্রমুখ।
বিতরণ কালে মেজর হাসান বলেন, শান্তি সম্প্রীতি উন্নয়নয়নে সেনাবাহিনী সব সময় জনগনের পাশে থেকে নিরলস ভাবে কাজ করে আসছে। পার্বত্য চট্রগ্রামে জীবন বাজী রেখে সেনাবাহিনী কাজ করে। পার্বত্য অঞ্চল সহ সারা দেশে রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় রাষ্ট্রীয় নির্দেশ পালনে নিয়োজিত। ফলে আপনাদের দুঃখ দুর্দশা আমাদের জানাবেন, আমরা যথাসাধ্য আপনাদের পাশে থাকার চেষ্টা করব।