আজ রবিবার ২২ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালে ফ্রি চিকিৎসা ক্যাম্প

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : সোমবার ১৭ জানুয়ারী ২০২২ ০৫:২৯:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

চট্টগ্রামের রাঙ্গুনিয়া হেলথ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে দিনব্যাপী ফ্রি'তে চিকিৎসা ক্যাম্প করা হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) ১১জন বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে প্রায় ১হাজার রোগীকে ফ্রি 'তে সেবা দেওয়া হয়। চন্দ্রঘোনা- কদমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আজগরের সভাপতিত্বে সকালে ফিতা কেটে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন হাসপাতালের চেয়ারম্যান ডাঃ এটিএম রেজাউল করিম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, হাসপাতালে জেনারেল ম্যানেজার মো. ইসমাঈল প্রমুখ। কোভিড-১৯ এ অবদান রাখায় এসময় ডাঃ শহিদুল ইসলাম রুবেল, ডাঃ মুহিন উদ্দিন,  ডাঃ কুমার বিশ্বজিৎ নাথ বিশুকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। চিকিৎসা সেবা দেন অর্থোপেডিক সার্জন ডাঃ এটিএম রেজাউল করিম, হৃদরোগ, বাতজ্বর ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সোহেল ছিদ্দিকী, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ দোদুল দাশ, চর্ম ও যৌন বিশেষজ্ঞ ডাঃ ওয়াফা সরওয়ার, নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডাঃ শোয়েব হোসাইন, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ সোহেল চৌধুরী, মেডিসিন, ডায়াবেটিস, হৃদরোগ ও শ্বাসকন্ঠেন সমস্যা রোগ বিশেষজ্ঞ ডাঃ মো. এমরান উদ্দিন চৌধুরী, মেডিসিন অভিজ্ঞ ডাঃ মো. শহিদুল ইসলাম রুবেল, ডাঃ মুহিন উদ্দিন, ডাঃ কুমার বিশ্বজিৎ নাথ বিশু, দাঁত ও মুখ গহ্বর রোগ বিশেষজ্ঞ ডাঃ কামরুল হাসান শায়ের, ডাঃ আনাস বিন ইসমাইল তারেক।

হাসপাতালে চেয়ারম্যান এটিএম রেজাউল করিম জানান, এই হাসপাতাল মূলত রাঙ্গুনিয়াবাসীর সেবার উদ্দেশ্য করা। আমরা এর আগেও ফ্রি'তে চিকিৎসা সেবা দিয়েছি। শ্রীঘ্রই এখানে একটি পূণাঙ্গ হাসপাতাল হতে যাচ্ছে। আশা করি রাঙ্গুনিয়া বাসী আরো বেশি সেবা পাবে।