আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

রাঙ্গুনিয়া গণবিদ্যালয়ে বেসিক ট্রেড কোর্স পরীক্ষা

রাঙ্গুনিয়া প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ৮ জানুয়ারী ২০২২ ১২:১১:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জাতীয় দক্ষাতামান বেসিক শিক্ষাকার্যক্রম ৬ মাস মেয়াদী কোর্সের পরীক্ষা বেইস রাঙ্গুনিয়া গণবিদ্যালয় কেন্দ্রে শুক্রবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, অর্থ সম্পাদক জগলুল হুদা। পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন গণবিদ্যালয়ের অধ্যক্ষ সিরাজুল আলম। 

তিনি বলেন, ২০১০ সাল থেকে বেইস গণবিদ্যালয়ে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কেন্দ্র হিসেবে পরীক্ষা নেওয়া হচ্ছে। এরঅংশ হিসেবে এবারও ৬ মাস মেয়াদী কোর্সের পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে তিনি জানান।