আজ বুধবার ৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩শে মাঘ ১৪৩১
মামলা দায়ের; গ্রেফতার ৪ ২৩ দিন পর বন্ধ হলো মেলা

মিরসরাইয়ে বিএনপি-যুবদলের সংঘর্ষ স্বেচ্ছাসেবকদল নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই: | প্রকাশের সময় : মঙ্গলবার ১৪ জানুয়ারী ২০২৫ ০৯:৫৯:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

চট্টগ্রামের মিরসরাই উপজেলা স্টেডিয়ামে চলছে মাসব্যাপী বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সোসাইটির ব্যানারে শিল্প ও বাণিজ্য মেলা। গত ২২ ডিসেম্বর শুরু হওয়া এই মেলা এলাকায় বিচ্ছিন্নভাবে একাধিক হামলার ঘটনা ঘটেছে। মেলা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাহেদ হোসেন মুন্না (২২) নামে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন আহত হয়েছেন আরো ৮ জন।

 

472797584_4005293896405760_5415688539501301563_n

সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে মিরসরাই স্টেডিয়ামে চলা বাণিজ্য মেলায় পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইন ও মিরসরাই পৌরসভা যুবদলের আহবায়ক কামরুল হাসানের অনুসারীদের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত জাহেদ হোসেন মুন্না (২২) মিরসরাই পৌরসভার ৬নং ওয়ার্ডের গোভনীয়া গ্রামের আবদুল মান্নানের ছেলে এবং তিনি ৬ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের আহবায়কের দায়িত্বে ছিলেন। তিনি ইট-বালি সরবরাহ ব্যবসা করতেন। 

সংঘর্ষে নিহতের ঘটনায় সোমবার রাতেই মামলা দায়ের (নং-৮) করেন জাহেদ হোসেন মুন্নার ভগ্নিপতি আরাফাত হোসেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে মিরসরাই পৌরসভা যুবদলের আহবায়ক কামরুল হাসান (৩৭), নাজমুস সাকিব মারুফ (২২), শাহ আলম (৪৭), আরমান (২৬) কে গ্রেফতার করছে। সংঘর্ষের পর থেকে বাণিজ্য মেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সোসাইটির ব্যানারে চলা শিল্প ও বাণিজ্য মেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘœ ঘটায় মঙ্গলবার (১৪ জানুয়ারি) মেলা বন্ধের নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী।

খোঁজ নিয়ে জানা যায়, সোমবার সন্ধ্যার পর মিরসরাই স্টেডিয়ামে চলা মাসব্যাপী বাণিজ্য মেলায় মিরসরাই পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইনের অনুসারীদের সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিরসরাই পৌরসভা যুবদলের আহবায়ক কামরুল হাসানের অনুসারীদের কথা কাটাকাটি হয়। পরবর্তীতে মেলা প্রাঙ্গন থেকে বের হয়ে রাত সাড়ে ১০ টার দিকে মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে কামরুলের অনুসারীরা জাহিদ হুসাইনের অনুসারীদের উপর হামলা চালায়। হামলায় মিরসরাই পৌরসভা স্বেচ্ছাসেবক দলের ৬ নং ওয়ার্ডের আহবায়ক জাহেদ হোসেন মুন্না (২২) নিহত হয় এবং ৮ জন আহত হয়। আহতরা হলেন সজিব (২৩), আরাফাত (২৩), আসিফ (২০), রাহাত (২০), হাসান (২৮), রাশেদ (১৯), হৃদয় (২৭), শাকিল (২০)। আহতরা মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মিরসরাই সেবা আধুনিক হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। রাতেই গুরুতর আহত শাকিলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহত জাহেদ হোসেন মুন্না মিরসরাই পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইনের অনুসারী। মিরসরাই পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইন ও মিরসরাই পৌরসভা যুবদলের আহবায়ক কামরুল হাসান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিনের গ্রæপ করেন। 

সংঘর্ষে আহত সজিব বলেন, সোমবার রাত সাড়ে ১০ টার দিকে মিরসরাই স্টেডিয়ামে চলা বাণিজ্য মেলায় পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইন ভাইয়ের আমরা কিছু অনুসারী মেলা গেইটে সিএনজিচালিত অটোরিক্সার টোল আদায়সহ শৃঙ্খলা রক্ষার কাজ করছিলাম। এরইমধ্যে অতর্কিতে পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসানের ২০-২৫ জন অনুসারী ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে। 

এই বিষয়ে মিরসরাই পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইন বলেন, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে শুনেছি। এই ঘটনায় বিএনপির কোন সম্পৃক্ততা নেই। আমি আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নিয়েছি। নিহতের পরিবারের পাশে থাকবো।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক তন্ময় জামশেদ আলম বলেন, মুন্না নামের একজনকে নিহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। এছাড়া আহত রাহাত, হৃদয় ও শাকিলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তম্মধ্যে শাকিলের অবস্থা আংশকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, স্বেচ্ছাসেবক দল নেতা নিহতের ঘটনায় ১১ জনের নাম উল্লেখপূর্বক এবং অজ্ঞাত ২০-২৫ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন নিহত জাহেদ হোসেন মুন্নার ভগ্নিপতি আরাফাত হোসেন। হত্যার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে মিরসরাই পৌরসভা যুবদলের আহবায়ক কামরুল হাসানসহ ৪ জন গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী বলেন, মিরসরাই উপজেলা স্টেডিয়ামে বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সোসাইটির ব্যানারে চলা শিল্প ও বাণিজ্য মেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘœ ঘটায় মঙ্গলবার (১৪ জানুয়ারি) মেলা বন্ধের নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক। মেলা কর্তৃপক্ষকে মেলা বন্ধ করার বিষয়টি জানানো হয়েছে।

প্রসঙ্গত: গত ৫ আগস্টের পর থেকে মিরসরাই পৌর সদরে দলীয় গ্রুপিংকে কেন্দ্র করে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটছে প্রতিনিয়ত।