আজ বুধবার ৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩শে মাঘ ১৪৩১

মিরসরাইয়ে আবুরহাট উচ্চ বিদ্যালয়ে তারুণ্যের উৎসব উদযাপন

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ ০৮:৫৬:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাই উপজেলার আবুরহাট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে তারুণ্যের উৎসব উদযাপন করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ইছাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আবছার। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইছাখলী ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু নোমান, সদস্য সচিব মনজুরুল হক মঞ্জু, উপজেলা বিএনপির সদস্য আব্দুল ওদুদ ভূঁইয়া, মাজাহার চৌধুরী, এনায়েত হোসেন, সৌরাভ উদ্দিন শিমুল, ইকবাল হোসেন, ইমাম হোসেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মাঈন উদ্দিন মনি। এসময় বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।