আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বান্দরবানে সাজাভোগকৃত কয়েদিকে মুক্তি ""

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৮ ডিসেম্বর ২০২২ ০৯:৪৪:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে বান্দরবানে এক সাজাভোগকৃত কয়েদিকে মুক্তি প্রদান করা হয়েছে। ৭ ই ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে বান্দরবান জেলখানা গেইটে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি উপস্থিত থেকে ওই কয়েদিকে মুক্তি প্রদান করেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস,জেল সুপার মো.জান্নাত-উল-ফরহাদ,জেলার মো.জাহেদুল আলম, ডেপুটি জেলার স্বপন কুমার ঘোষ,বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মো.আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। মুক্তিপ্রাপ্ত কয়েদি চট্টগ্রাম জেলার বাসিন্দা পটিয়া থানার কেলিশহর গ্রামের বাবলা দে এর ছেলে টিংকু দে (৩১)। বান্দরবানের জেল সুপার মো.জান্নাত-উল-ফরহাদ জানান, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে লঘু অপরাধে দন্ডিত অর্ধেকের বেশি সাজাভোগকৃত কয়েদিদের মুক্তি প্রদানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর কাছে একটি পত্র প্রেরণ করা হয়। পরে দীর্ঘ যাচাই বাচাই শেষে রাষ্ট্রপতির আদেশক্রমে বান্দরবান থেকে লঘু অপরাধে দন্ডিত অর্ধেকের বেশি সাজাভোগকৃত কয়েদিদের মধ্যে টিংকু দে এর মুক্তির জন্য আদেশ প্রদান করা হয়। জেল সুপার আরো জানান, মোটর সাইকেল চুরির একটি মামলায় ৩বছরের সাজা ও ৫ হাজার টাকা জরিমানা প্রদানের আদেশ নিয়ে ২০২১সালের ২৯ডিসেম্বর বান্দরবান জেল কারাগারে আসে টিংকু দে। পরে তার সার্বিক কর্মকান্ড সন্তােষজনক হওয়ায় ও সে জরিমানার অর্থ সম্পূর্ণ পরিশোধ শেষে রেয়াতসহ ১বছর ৯মাস ১৭দিন হাজতবাস করায় তাকে মুক্তি প্রদান করা হয়।