আজ শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

ব্রীজঘাট সাম্পান চালক সমিতির সভাপতি আবুল হোসেন, সম্পাদক কোরবান আলী

কর্ণফুলী প্রতিনিধি: | প্রকাশের সময় : শনিবার ৭ ডিসেম্বর ২০২৪ ০৯:৫৭:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

চরপাথরঘাটা ব্রীজঘাট সাম্পান চালক কল্যাণ সমিতি ২০২৪ এর নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে পুনরায় আবুল হোসেন নির্বাচিত হয়েছেন এবং সাধারণ সম্পাদক পদে কোরবান আলী নির্বাচিত হন।

 

 

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় সংগঠনটির দফতরে সমিতির নির্বাচন শেষে ভোট গণনার পর এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার মির্জা মোহাম্মদ ইসমাইল। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির ২১৪ ভোটারের মধ্যে সবকটিই ভোটাধিকার প্রয়োগ করেন।

 

 

হাড্ডাহাড্ডি লড়াইয়ে সভাপতি পদে আবুল হোসেন ১১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিন্নাত আলী পেয়েছেন ১০১ ভোট। আর সাধারণ সম্পাদক পদে কোরবান আলী ১২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এয়াকুব আলী ৭৮ ভোট পেয়েছেন।

 

 

ঘোষিত ফলাফল অনুযায়ী, সংগঠনটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ সভাপতি সাহাব উদ্দিন বদি, সাংগঠনিক সম্পাদক জাবেদ আহমেদ, কোষাধ্যক্ষ মো. সেলিম খাঁন, ক্রীড়া সম্পাদক মো. সোহেল, প্রচার সম্পাদক মো. মামুন, সমাজ কল্যাণ সম্পাদক আবদুর রহমান। এছাড়াও সাকিব আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ইসলাম আহমেদ, আজগর আলী, আবছার আহমেদ এবং শামসুল আলম নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

 

 

২০২৪ সালের এই ত্রিবার্ষিক নির্বাচনে ১৩টি পদে ২৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। আগামী তিন বছর ২০২৫-২০২৭ পর্যন্ত সমিতির নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব পালন করবেন। নির্বাচিত সভাপতি আবুল হোসেন বলেন, আনন্দঘন পরিবেশে চরপাথরঘাটা ব্রীজঘাট সাম্পান চালক কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। আমি দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছি। তবে সকল সদস্য মিলেই এই সংগঠন। আমরা অতীতের মতোই এই সংগঠনকে শক্তিশালী করতে কাজ করবো। আশা করি, সকলকে নিয়েই সাম্পান মাঝিদের স্বার্থে জোরালো ভূমিকা রাখতে পারবো।



সবচেয়ে জনপ্রিয়