আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

বোয়ালখালীতে বীর মুক্তিযোদ্ধাকে মারধর, ছাত্রলীগ নেতাসহ ৮ জনের নামে মামলা

বোয়ালখালী প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ২ ফেব্রুয়ারী ২০২৪ ১১:৪৯:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

বোয়ালখালীতে ঘরে ঢুকে মারধরের অভিযোগে উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আবদুল মোনাফসহ ৮ জনের নামে মামলা দায়ের করেছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসহাক।

 

গতকাল শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে বোয়ালখালী থানায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসহাক বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন। 

 

মামলা এজাহার সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসহাক বোয়ালখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীল ডেপুটি পাড়ার বাসিন্দা।মামলার আসামীরাও একই এলাকার। 

 

মামলায় বলা হয়, এক সপ্তাহ আগে নয়ন নামের এক ব্যক্তিকে ৬ হাজার টাকায় ঘরের ছাদের রড ওয়েল্ডিং করার জন্য চুক্তি করেন বীর মুক্তিযোদ্ধা ইসহাক। গত ১ ফেব্রুয়ারি নয়ন কাজটি সম্পন্ন করার জন্য মো. শাহজাহান নামের এক ব্যক্তিকে পাঠান। শাহজাহান কাজ শেষ করেন। আলোচনা সাপেক্ষে নয়নকে ৫ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু শাহজাহান ৫ হাজার টাকা নিবে না বলে হুমকি ধমকি দিয়ে চলে যায়। এর কিছুক্ষণ পর দুপুর দেড়টার দিকে আসামীরা দলবদ্ধ হয়ে ঘরে ঢুকে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসহাককেসহ পরিবারের সদস্যদের মারধর করে আহত করেন। 

 

এতে উল্লেখ করা হয়, আহত সকলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তবে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসহাক গুরুতর আহত হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়। 

 

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আছহাব উদ্দিন বলেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসহাক বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। আসামীদের গ্রেপ্তারের অভিযান পরিচালনা করা হচ্ছে।



সবচেয়ে জনপ্রিয়