আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

বিজ্ঞানে ভয় নয় বক্তারা সাতকানিয়ায় বিজ্ঞান বিষয়ক সভা

সাতকানিয়া প্রতিনিধি | প্রকাশের সময় : শুক্রবার ১১ নভেম্বর ২০২২ ০৮:২২:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

'একসময়ে বিজ্ঞান মানে অনেক ভয়ের বিষয় মনে করা হতো। আদতে বিজ্ঞান নিয়ে ভয়ের কিছু নেই বর্তমান সরকার শিক্ষার্থীদের পড়ালেখায় কোন ঘাটতি রাখেনি। দেশের প্রত্যন্ত অঞ্চলেও শিক্ষার সুযোগ-সুবিধা ছড়িয়ে দিয়েছে। চতুর্থ শিল্পবিপ্লবের এই সময়ে বিশ্বের সঙ্গে তাল মেলাতে তরুণদের বিজ্ঞান সচেতন হওয়ার বিকল্প নেই। দেশের তরুণদের বিজ্ঞান সচেতন করতে।' গতকাল ১০ নভেম্বর বৃহস্পতিবার সাতকানিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান সভা ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়েজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিম শরীফের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ উন নবী খোকন, উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজের গণিত বিভাগের প্রভাষক রানা দাশ গুপ্ত, সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের পদার্থ বিজ্ঞানের প্রভাষক আবদুচ ছবুর, ছদাহা কবির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন। সাতকানিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জালাল আহমেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজপলা বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।