আজ রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

বান্দরবানে শ্রমিকদের প্রতিরোধের মুখে ফ্যাসিষ্ট দোসরদের মতবিনিময় সভা পন্ড

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : শনিবার ১১ জানুয়ারী ২০২৫ ০৮:৪৩:০০ অপরাহ্ন | রাজনীতি

বান্দরবানে সাধারন শ্রমিক জনতার প্রতিরোধের মুখে পন্ড হয়েছে আওয়ামী ফ্যাসিষ্ট দোসরদের মতবিনিময় সভা। শনিবার (১১ জানুয়ারী)বেলা ১১টার দিকে বান্দরবান বাস ষ্টেশনস্থ হিলভিউ কমিউনিটি সেন্টারে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান,গত ৫ আগষ্টের  পর থেকে বান্দরবান ট্রাক ও মিনি ট্রাক শ্রমিক ইউনিয়নের আ'লীগ সর্মথীত নেতারা পালিয়ে আত্নগোপনে চলে যায়। শনিবার হিলভিউ কনভেনশন হলে  হঠাৎ করে বান্দরবান জেলা আ'লীগের সাবেক সাধারন সম্পাদক ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী মো: মজিবর রহমান আ'লীগ পহ্নি ট্রাক শ্রমিক নেতা কর্মীদের নিয়ে মতবিনীময় সভার আয়োজন করেন। খবর পেয়ে সাধারন ট্রাক শ্রমিকরা ঘটনাস্থলে উপস্তিত হয়ে এর প্রতিবাদ জানালে শুরু হয় দুপক্ষের মধ্যে বাকবিতন্ডা। এক পর্যায়ে বিক্ষুদ্ধ সাধরন শ্রমিকরা মতবিনিময় সভার ব্যানার কেড়ে নিয়ে ছিড়ে ফেলে অনুষ্টান পন্ড করে দেয়। অবস্থার বেগতিক দেখে আ'লীগ পহ্নি শ্রমিক নেতারা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এব্যপারে বান্দরবান ট্রাক ও মিনি ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা নজির আহাম্মদ,শামসুল আলম,আলাউদ্দিন, সাহাবুদ্দীন জানান,গত ৫ আগষ্টের পর থেকে বান্দরবান জেলা আ'লীগের সভাপতি ও সাধারন সম্পাদকসহ সহযোগী সংগঠনের প্রায় শতাধিক নেতা পালিয়ে আত্নগোপনে চলে যায়। তাদের বিরুদ্ধে রয়েছে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ। তাদের অনেক নেতার বিরুদ্ধে দুদক মামলা দায়ের করেছে। তাছাড়াও জুলাই বিপ্লবের সময় ছাত্র জনতার উপর হামলার অভিযোগে আ'লীগের প্রায় শতাধিক নেতার বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করা হয়েছে। এসব ঘটনায় অস্তিত্বের সংকটে পড়ে বান্দরবানের আ'লীগের রাজনীতি। তারা আরো জানান,বেশ কিছু দিন ধরে বান্দরবানে গুনজন ছড়িয়ে পড়েছে জেলা আ' লীগের সাবেক সাধারন সম্পাদক কাজী মো: মজিবর রহমানকে সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরকে সাধারন সম্পাদক করে বান্দরবান জেলা আ' লীগের কমিটি পুর্নগঠন করা হচ্ছে। ইতি মধ্যে কাজী মো:মজিবর রহমান আ' লীগকে চাঙ্গা করতে নানান তৎপরতা শুরু করে। তারই ধারা বাহিকতায় শনিবারে হিলভিউ কনভেনশন হলে বান্দরবান ট্রাক ও মিনি ট্রাক শ্রমিক ইউনিয়নের ব্যানারে মতবিনিময় সভার আড়ালে আ'লীগ নেতা কর্মীদের জড়ো করে মেজবানের আয়োজন করে। এসময় কাজী মজিবর রহমানের সাথে জেলা শ্রমিক লীগের সভাপতি মো: মুছা কোম্পানী,শ্রমিকলীগ নেতা আবুল বাশার,কাশেম ড্রাইভার,ছিদ্দিক ড্রাইভারসহ শতাধিক নেতা কর্মী। এসব ফ্যাসিষ্টের দোসররা জড়ো হয়ে বান্দরবান ট্রাক ও মিনি ট্রাক শ্রমিক ইউনিয়নের কমিটি অবৈধ ভাবে দখলের চেষ্টা চালিয়েছে এবং সাধারন শ্রমিক জনতা তা প্রতিরোধ করেছে। অবিলম্বে তারা আ'লীগের এসব দোসরদের গ্রেফতারের দাবী জানান।