আজ রবিবার ৫ জানুয়ারী ২০২৫, ২২শে পৌষ ১৪৩১

ফটিকছড়ির বিবিরহাট বণিক সমিতির কার্যনির্বাহী কমিটির শপথ

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি | প্রকাশের সময় : মঙ্গলবার ৩১ ডিসেম্বর ২০২৪ ০৯:০৬:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়ি বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতি'র নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (৩০ ডিসেম্বর) রাতে বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলে সমবায় অফিসার আব্দুল শহীদ ভূঁইয়ার সভাপতিত্বে এ শপথ পাঠ  অনুষ্ঠিত হয়। এতে শপথ পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী। 

 

সহকারী সমবায় অফিসার মোহাম্মদ জেবল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেজবাহ উদ্দিন, ফটিকছড়ি থানা ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, নব নির্বাচিত সভাপতি সাইয়েদ মোহাম্মদ ইলিয়াস, সাধারণ সম্পাদক মোঃ বেলাল উদ্দিন, সিনিয়র সহ সভাপতি নাজমুল তারেক, যুগ্ম সম্পাদক এনামুল ইসলাম সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মোবারক হোসেন চৌধুরী। 

 

এ সময় বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী,  সৈয়দ মোহাম্মদ মাসুদ, বণিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি সোলায়মান কোম্পানি, ইন্জিনিয়ার সিরাজ, মহিউদ্দিন চৌধুরী, ইকবাল, এমদাদ আলীসহ অনুষ্ঠানে শতাধিক ব্যবসায়ী, কর্মচারী এবং বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।