আজ শুক্রবার ৮ নভেম্বর ২০২৪, ২৪শে কার্তিক ১৪৩১

ফটিকছড়িতে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি : | প্রকাশের সময় : বুধবার ১৫ মে ২০২৪ ০৪:০১:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

সমন্বিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের মাধ্যমে উন্নয়ন সহায়তার আওতায়  ফটিকছড়ি উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের মাঝে আধুনিক ‘কম্বাইন হারভেস্টার' (কৃষি যন্ত্র) মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ মে) ৮০ লাখ টাকা দামের মেশিন দুইটি ভর্তুকি মূল্যে ফটিকছড়ির সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনির পক্ষে বিতরণ করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী। এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. হাসানুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসানুল কবির, যুব উন্নয়ন অফিসার তানভীর হোসেন সিদ্দিকী, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন ফটিকছড়ির সভাপতি মহিন উদ্দিন চৌধুরী প্রমুখ।

 

এসময় বক্তারা বলেন, আধুনিক এই মেশিন দিয়ে ধান কাটা, ঝাড়া, মাড়াই ও ধান বস্তায় ভরাও যাবে। কৃষকরা তাদের কষ্টার্জিত ফসল ঘরে তুলবেন সহজেই। এ হারভেস্টার মেশিন দিয়ে কৃষকরা অল্প মূল্যে এবং স্বল্প সময়ে ধান কাটতে পারবেন বলেও জানান উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসানুজ্জামান।