আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

পাহাড়ে ঘুরতে গিয়ে পথ হারালেন, ১০ ঘণ্টা পর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশের সময় : শনিবার ১৫ জানুয়ারী ২০২২ ০১:১১:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

 

চট্টগ্রামের সীতাকুণ্ডের বারৈয়াঢালা জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়ে পথ হারিয়ে ফেলেছিলেন ৫৫ বছর বয়সী মামুন চৌধুরী। শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেল ৪টায় বাড়ির পাশের বারৈয়াঢালার পাহাড়ি জঙ্গলে ঘুরতে গিয়ে ঢুকে পড়েন গহীনে। সন্ধ্যা হয়ে গেলে বের হয়ে আসার পথ হারিয়ে ফেলেন তিনি।

 

অন্ধকার নেমে এলে আতঙ্কিত হয়ে ৯৯৯-এ কল দেন মামুন। শুক্রবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে ১০ ঘণ্টা পর পুলিশ ও তার পরিবারের সদস্যরা ভুজপুর এলাকা থেকে তাকে উদ্ধার করে।

 

মামুন চৌধুরী  সীতাকুণ্ডের ৯নং ওয়ার্ডের রহমত নগর চৌধুরী বাড়ির বাসিন্দা।

 

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ   বলেন, শুক্রবার বিকেলে বারৈয়াঢালা  পাহাড়ি এলাকায় হাঁটতে গিয়ে মামুন চৌধুরী পথ হারিয়ে ফেলেন। অন্ধকার নেমে এলে পথে খুঁজে না পেয়ে ৯৯৯ কল করে সহযোগিতা চান তিনি।

 

তিনি আরও বলেন, মামুন পাহাড়ের একটি নিরাপদ জায়গায় অবস্থান করছিলেন। এরপর পরিবার ও এলাকার লোকজনকে সঙ্গে নিয়ে খুঁজতে খুঁজতে রাত ১টার পর তার সন্ধান পাওয়া যায়। তাকে ভুজপুরের পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।