আজ শুক্রবার ৮ নভেম্বর ২০২৪, ২৪শে কার্তিক ১৪৩১

পরিপূর্ণ বিজয় না আসা পর্যন্ত মাঠে থাকতে হবে- যুবদলের সভাপতি শাহজাহান

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা : | প্রকাশের সময় : শুক্রবার ৮ নভেম্বর ২০২৪ ০২:১৯:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো.শাহজাহান বলেন, স্বাধীনতার পর দেশে বাকশাল কায়েম করে গণতন্ত্রকে হত্যা করার কারনে ১৯৭৫ সালে অভ্যুত্থানের পর অভ্যুত্থান ঘটে। দেশের ক্রান্তিলগ্নে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে রাজনীতির গতিধারা পাল্টে গিয়েছিল। শহীদ জিয়াউর রহমান গণতন্ত্র রক্ষায় এগিয়ে এসে দেশকে রক্ষা করে। পরবর্তিতে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করে। আওয়ামীলীগ বার বার এদেশে গণতন্ত্র হত্যা ও দখল দারিত্বের রাজনীতি চালু করতে নানা ষড়যন্ত্র করে ছিল। শহীদ জিয়ার আদর্শে গড়া দল বিএনপি ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও ভোটাধিকার রক্ষায় জীবন বাজি রেখে কাজ করেছে। গত ৫ আগষ্ট স্বৈরাচার শেখ হাসিনা পতনের মধ্য দিয়ে আমাদের প্রথম ধাপের বিজয় হয়েছে। তবে পরিপূর্ণ বিজয় না আসা পর্যন্ত আমাদের নেতাকর্মীদের সুসংগঠিত ভাবে রাজপথে ঐক্যবদ্ধ থেকে আগামী আন্দোলন চালিয়ে যেতে হবে ।

বৃহস্পতিবার রাতে আনোয়ারার বন্দর সেন্টারে উপজেলা যুবদল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা যুবদলের সভাপতি হারেছ আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব ফারুক হোসেন,আতিকুর রহমান ও মহিউদ্দিনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন, দক্ষিণ জেলঅ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুর আলম, বিশেষ অতিথি ছিলেন,সদস্য সচিব কামরুদ্দিন সবুজ, যুগ্ন আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী, রফিকুল ইসলাম খোকা প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল নেতা আলমগীর বাহাদুর, সাইদ মানিক,মো. ইসহাক, সরওয়ার আলম, মো. জামাল, মো. লোকমান,স্বেচ্ছাসেবক দল নেতা  শহিদুল্লাহ ফরহাদ,নিজাম উদ্দিন,ইমন শাহ, নুর াালম খান, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক  নুর শাহেদ খান রিপন, সদস্য এম মহিন উদ্দিন, তারেক, এমদাদ, ইকবাল,সোহেল, জিয়া, বোরহান ও রাকিব।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।