আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

দু‘দফা তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল পুরো চট্টগ্রাম

Author Thedaily Shangu | প্রকাশের সময় : শুক্রবার ২৬ নভেম্বর ২০২১ ০৫:৫৩:০০ পূর্বাহ্ন | সর্বশেষ সংবাদ

চট্টগ্রামসহ সারাদেশে ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়।

ইউরোপিয়ান সিসমোলজিক্যাল আর্থকোয়াক সেন্টার (ইএসএমসি) বলছে, ভূমিকম্পটির উৎপত্তি মিয়ানমার-ভারত সীমান্তে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬। ভূপৃষ্ঠ থেকে ৪০ কিলোমিটার গভীরে ছিল এর অবস্থান।

 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারের হাখা শহরে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৮। ভূপৃষ্ঠ থেকে ৪২.১ কিলোমিটার গভীরে ছিল এর অবস্থান।

 

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী,  চট্টগ্রাম, নোয়াখালী,  বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজারে ভুমিকম্পদের খবর পাওয়া গেছে।