আজ রবিবার ৫ জানুয়ারী ২০২৫, ২১শে পৌষ ১৪৩১

চন্দ্রঘোনায় আওয়ামীলীগের সম্মেলনে বক্তারা- "তৃমমূলে আওয়ামলীগকে সুসংগঠিত করতে হবে"

রাঙ্গুনিয়া প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ৯ জানুয়ারী ২০২২ ১০:১৭:০০ অপরাহ্ন | রাজনীতি

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থানীয় মাঠে শনিবার (৮ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ইদ্রিছ আজগর। 

 

উদ্বোধনী বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ হারুন সওদাগর। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক জালাল উদ্দিন।  

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালাম আজাদ, শেখর বিশ্বাস, ইলিয়াস কাঞ্চন চৌধুরী, আবু মনসুর, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি নারায়ণ চন্দ্র দে, উপজেলা যুবলীগের যুগ্ন-সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শিমুল গুপ্ত, ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন দে প্রমুখ। 

 

যৌথভাবে অনুষ্ঠান সঞ্চলনা করেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গফুর বাবুল, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম, ইউপি সদস্য বাবু শ্মরণ বড়ুয়া।