আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

চন্দনাইশে ৫টি গরু চুরি, অসহায় হয়ে কাঁদছেন কৃষক!

মোঃ আয়ুব মিয়াজী, চন্দনাইশ | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৪ নভেম্বর ২০২২ ১০:১৮:০০ পূর্বাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

সারাবছর পালন করে ১-২ টা করে বিক্রির মাধ্যমে সংসার চালান চন্দনাইশ পৌরসভা ৪নং ওয়ার্ড হারলা এলাকার রমজু বলির বাড়ীর মৃত আনজু মিয়ার ছেলে হত দরিদ্র কৃষক আবদুল আলীম (প্রকাশ কালু মিয়া) ও রাবিয়া বেগম দম্পতি। মাঠে কোন চাষযোগ্য জমি নেই। কিন্ত বুধবার (২৩ নভেম্বর) দিবাগত গভীর রাতে গোয়ালের ৫ টি গরু চুরি হয়ে গেছে তাদের। এতে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত আবদুল আলীম জানান, প্রতিদিনের ন্যায় রাতে গরুগুলোকে খেতে দিয়ে নিজেরা ঘরে ঘুমিয়ে পড়েন। এরপর ভোর ৪ টার দিকে বাইরে বের হয়ে দেখেন গরু নেই। শুন্য গোয়াল পড়ে আছে। এরপর তাকিয়ে দেখেন গোয়ালঘরের মূলফটকের হুক কাটা দরজা আলগা করা। তখন বুঝতে পারেন গরুগুলো চুরি হয়ে গেছে। এরপর প্রতিবেশিদের ডাক দেন। বিভিন্ন জায়গায় খোজা-খুজি করেও গরুগুলো পাননি। তিনি আরও বলেন, তার কোন ছেলে সন্তান না থাকায় ৪ মেয়েকে বিয়ের জন্য এনজিও থেকে ৫ লক্ষ টাকা ঋন নিয়ে অল্প অল্প করে টাকা জমানোর জন্য গরু লালন-পালন করে সংসার চালান। সড়কের পাশে বাড়ি হওয়ায় স্বশস্ত্র অবস্থায় চোরেরা পিকআপে তুলে নিয়ে গেছে গরুগুলো। যা গাড়ির চাকার দাগ দেখে বোঝা যাচ্ছে। চন্দনাইশ থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, গরু চুরি হওয়ার খবর শুনেছি। তবে কেউ এই ব্যাপারে এখনো থানায় অভিযোগ করেনি। বিষয়টি দুঃখজনক। তবুও পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানান তিনি। প্রতিবেশীরা জানান- চন্দনাইশে প্রতিনিয়ত গরু চুরি হচ্ছে। কিন্তু প্রশাসন দৃশ্যমান কোন চোর ধরতে পারছে না। এব্যাপারে তাদের তদন্ত করার জন্য বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রশাসনকে গুরুত্বপূর্ণ জায়গায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করার জন্য জোর দাবী জানান।