চট্টগ্রামের চন্দনাইশে রুরাল কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট ( আরসিআইপি) স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে সড়ক নিরাপত্তা বিষয়ক স্কুলভিত্তিক সতেনতামূলক প্রচার অভিযান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ সেপ্টেম্বর ( শনিবার ) উপজেলার হাছনদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রকৌশলী জুনাইদ আবছারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, এলজিইডি চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন, চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জব্বার চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, আরসিআইপি উপ প্রকল্প পরিচালক মোহাম্মদ মন্জুর রশিদ, প্রকৌশলী সুমন তালুকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাখাওয়াত হোসেন, আক্তার সানজিদা জাফর পপি, প্রধান শিক্ষক শাহীনুর আকতার, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জাহাঙ্গীর আলম। এ ছাড়াও অত্র বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, সাংবাদিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন, প্রকল্প পরামর্শক জাফরুল কুদ্দুস।
অনুষ্ঠানে ছাত্র -ছাত্রীদের সচেতনতামূলক ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সভায় বক্তারা অনভিজ্ঞ বা লাইসেন্সবিহীন চালক, ফিটনেসহীন গাড়ী, ট্রাফিক আইন অমান্যসহ
বিভিন্ন বিষয়ে নজরদারী বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি আহবান জানান।