চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন
আন্তর্জাতিক মানবাধিকার কমিশন ( আইএইচআরসি ) নেতৃবৃন্দ।
শুক্রবার ( ১১ অক্টোবর ) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পূজামন্ডপ পরিদর্শন ও খোঁজ খবর নেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট ও বিএনপি নেতা এম এ হাশেম রাজু।
এ সময় তাঁর সাথে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
আইন সহায়তা সেলের প্রধান বিচারপতি আব্দুস সালাম মামুন, দোহাজারী পৌরসভা বিএনপির আহবায়ক আলহাজ্ব নূর মোহাম্মদ।আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার যুগ্ম সমন্বয়ক ফয়সাল উদ্দিন সালমান। চন্দনাইশ স্পোর্টিং ক্লাবের সভাপতি যুবদল নেতা শহীদুল ইসলাম, চন্দনাইশ উপজেলার যুগ্ম সমন্বয়ক মোহাম্মদ আরাফাত, মোহাম্মদ নুরুল আমিন মোহাম্মদ জসিম উদ্দিন প্রমূখ।
পরিদর্শন কালে এম,এ হাশেম রাজু বলেন, পূজা মন্ডপে শান্তি শৃঙ্খলা বজায় রেখে কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে যাতে কোন অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।বিচারপতি আব্দুস সালাম মামুন বলেন, শত বছরের ইতিহাস যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে এবং সহাবস্থানের মধ্য দিয়ে পালন করে আসছে। আগামী দিনেও সেই ঐতিহ্য বজায় রেখে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।