আজ শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

চন্দনাইশে অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

মোঃ আয়ুব মিয়াজী, চন্দনাইশ | প্রকাশের সময় : মঙ্গলবার ১ নভেম্বর ২০২২ ০৭:১৬:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

শুচিয়া রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক টিকলু দাশগুপ্ত'র অনৈতিক, ঔদ্ধত্বপূর্ণ, অশিক্ষক সুলভ আচরণ এবং বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দলিল-দস্তাবেজ অপব্যবহারের বিরুদ্ধে মানববন্ধন করেছেন স্কুলের অভিভাবকবৃন্দ , প্রাক্তন ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী। নানা অনিয়ম, অভিভাবকদের হুমকি ও অন্যায়ভাবে ছাত্র ছাত্রী হয়রানির প্রতিবাদে স্কুলের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন এলাকাবাসী। স্কুলের প্রাক্তন ছাত্র তৃষিত চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, পলাশ দাশ, মৃধুল বৈদ্য, সঞ্চয় ভট্টাচার্য্য, পিয়ব্রত চৌধুরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, ঐতিহ্যবাহী শুচিয়া রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিকলু দাশগুপ্ত'র অনৈতিক, উদ্ধ্যত্বপূর্ণ, অশিক্ষক সুলভ আচরণএবং বিদ্যালযয়ের গুরুত্বপূর্ণ দলিল-দস্তাবেজ অপব্যবহারের বিরুদ্ধে ও শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ও ইউনিক আইডি বাবদ মোটা অংকের টাকা নিয়েছেন। উপবৃত্তির জন্য প্রত্যেক শিক্ষার্থীর নিকট থেকে রশিদ ছাড়া টাকা আদায় করেছেন। অভিভাবকদের না জানিয়ে গোপনে নিজস্ব লোকজন দিয়ে ম্যানেজিং কমিটি গঠন করেছেন। এ বিষয়ে কয়েকজন অভিভাবক টিকলু দাশ গুপ্তের নিকট জানতে চাইলে তিনি অভিভাবকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। এছাড়াও তার বিরুদ্ধে নানা কাজের অযুহাতে বিদ্যালয়ের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। বক্তারা অবিলম্বে বিদ্যালয়ের দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের শাস্তি দাবি করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এব্যাপারে জানতে চাইলে প্রধান শিক্ষক টিকলু দাশ উনার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবী করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, "আমি মানববন্ধনের স্থানে পৌঁছে এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে কথা বলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত জানাতে বলেছি", সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।