ভার্চুয়ালি যুক্ত হয়ে একসঙ্গে যান চলাচলের জন্য সারাদেশে ১০০টি সড়ক সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮৭৯ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই সেতুগুলো উদ্বোধনের পর যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। সোমবার (৭ নভেম্বর) সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একসঙ্গে নবনির্মিত সেতুগুলোর উদ্বোধন ঘোষণা করেন। ১০০টি সেতুর মধ্যে চট্টগ্রাম বিভাগে ৪৫টি, সিলেট বিভাগে ১৭টি, বরিশাল বিভাগে ১৪টি, ময়মনসিংহে ছয়টি, গোপালগঞ্জ, রাজশাহী ও রংপুরে পাঁচটি করে, ঢাকায় দুটি ও কুমিল্লায় একটি রয়েছে। শেখ হাসিনা বলেন, আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছি। এটা আমাদের জন্য অনেক বড় গর্বের। আমরা দেশের উন্নয়নের জন্য রূপকল্প ২০২১ ঘোষণা করেছি। সেই লক্ষ্যে আজ ১০০ সেতুর উদ্বোধন করা হলো। এতে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উদ্বোধন হলো চন্দনাইশ-আনোয়ারা সংযোগ সড়কের বহুল প্রতীক্ষিত এই বরকল সেতু। প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে গুরুত্বপূর্ণ এই সেতুটি নির্মিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রেস ব্রিফিং করেন, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি, এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার, চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন, চট্টগ্রামের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সড়ক-সার্কেল) জাহেদ হোসেন, চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। সচেতন মহল মনে করেন, এই সেতুর মাধ্যমে বঙ্গবন্ধু টানেলের সাথে সরাসরি সংযুক্ত হতে পারবে পুরো দক্ষিণ চট্টগ্রামের মানুষ। এতে কক্সবাজারের সাথে যোগাযোগ ব্যবস্থা আরও সহজতর হবে বলে মনে করছেন সেতু সংশ্লিষ্টরা। ফলে পাল্টে যাবে দক্ষিণ চট্টগ্রামের জীবনযাত্রা ও আর্থ-সামাজিক অবস্থা।