আজ মঙ্গলবার ৫ নভেম্বর ২০২৪, ২১শে কার্তিক ১৪৩১
সাতকানিয়া ৫৩ তম সমবায় দিবসে বক্তারা

খুধা ও দারিদ্র মুক্ত দেশ গড়তে সমবায়ের বিকল্প নেই

নুরুল ইসলাম সবুজ, সাতকানিয়া : | প্রকাশের সময় : শনিবার ২ নভেম্বর ২০২৪ ০৮:২৫:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

সমবায়ে গড়ব দেশ বৈসমূহীন বাংলাদেশ এই প্রতিপাদ্য সামনে রেখে সাতকানিয়ার জাতীয় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। গতকাল ২ নভেম্বর শনিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে নানা কর্মসূচি মধ্যে দিয়ে সমবায় দিবসটি উদযাপন করা হয়। দিবস টি উপলক্ষে উপজেলা চত্বরে র‌্যালি ও জাতীয় পতাকা উত্তোলনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সময় অফিসার আবু মোহাম্মদ হাবিবুল্লাহর সভাপতিত্বে উপজেলা সমবায় সহকারী পরিদর্শক ও অডিট অফিসার অসীম কান্তি দে এর চঞ্চালনায় প্রধান অতিথি  বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি ফারিস্তা করিম) তিনি তার আলোচনায় বলেন খুধা ও দারিদ্র মুক্ত সমাজ ও দেশ গড়তে সমবায়ের বিকল্প নেই। প্রতিটি সমবায় সমিতি হচ্ছে এক একটি আর্থিক প্রতিষ্ঠান। যা টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সহায়তা করে । এবং বাকি ও সমাজ জীবনে আলাদা মূল্যবোধকে প্রতিষ্ঠা করতে সুযোগ সৃষ্টি করে। সমবায় সমিতি সমূহ কয়েকটি মৌলিক মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত যার মধ্যে গণতন্ত্র ও সুষম এবং সহমর্মিতা হচ্ছে অন্যতম বলে উল্লেখ করেন।  আরো বলেন সরকার সংস্কারের মাধ্যমে বৈসম্যহীন নতুন বাংলাদেশ গড়ার চ্যালেন্সগ্রহণ করেছেন বলে উল্লেখ করেন। কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ মধ্য দিয়ে অনুষ্ঠিত হওয়া জাতীয় সমবায় দিবসে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতকানিয়া পৌরসভার জামায়াতের আমির ওয়াজেদ আলী  সাতকানিয়া থানার সেকেন্ড মোঃ শাহারিন আইসিটি অফিসার মোঃ আনোয়ার হোসেন পলাশ। উপজেলা নির্বাচন অফিসার রিকল চাকমা কেরানিহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মাস্টার জয়নাল আবদীন মোহাম্মদ কামাল উদ্দিন মৌলানা শামসুল ইসলাম  এছাড়া ছাত্র প্রতিনিধি সহ প্রিন  ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মী উপস্থিত ছিলেন।