চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর ৩নং ওয়ার্ডের হাজী আবদুল ছত্তারের বাড়িতে জোরপূর্বক জমি দখলের চেষ্টায় বাঁধা দিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় মোহাম্মদ এমরান (৩২) ও তার স্ত্রী ফারজানা আকতার (২২) আহত হয়েছে। এঘটনায় শনিবার (১১ ডিসেম্বর) বিকালে কর্ণফুলী থানায় এমরানের বড় ভাই মোহাম্মদ আবুল কালাম বাদী হয়ে প্রতিপক্ষের মো. নজরুল (৪০), মো. বেলাল (৩৮), মো. লোকমান (৪৫), মো. বদিউল আলম (৪০), মো. সোলায়মান (৪২) কে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। এর আগে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকালে মারামারি এ ঘটনা ঘটে। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। মামলার এজাহার সূত্রে জানায়, গত বৃহস্পতিবার বিকালে একই এলাকার মোহাম্মদ আবুল কালামের খরিদকৃত জমি জোরপূর্বক দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করার চেষ্টা করে নজরুলের নেত্বে অভিযুক্তরা। এতে এমরান বাঁধা দিলে প্রতিপক্ষ দেশীয় ধারালো অস্ত্রদিয়ে আঘাত করে এমরান ও তার স্ত্রী ফারজানাকে। স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় তারা। ঘটনার পর আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মামলার বাদী মোহাম্মদ আবুল কালাম জানান, ১২ শতক জমি থেকে ৪শত জমি আমরা ক্রয় করে বর্তমানে দখলে আছি। বৃহস্পতিবার বিকেল ৩টায় ইউনিয়ন ভূমি কর্মকর্তা আসেন জমির পরিমাপ করতে। তিনি চলে যাওয়ার পর স্থানীয় নজরুল তার দল নিয়ে জমিটি দখল করে সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা করে আমাদের ওপর হামলা করে। এতে আমার ভাই ও ভায়ের বউ গুরুত্বরভাবে আহত হয়। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে হামলাকারীরা দখলের চেষ্টা করলে আমি বিষয়টি বড়উঠান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান খাঁনকেও জানিয়েছি। তিনি আমাকে আইনী সহযোগিতা নেওয়ার জন্য পরামর্শ দেন। স্থানীয় ইউপি সদস্য বাহাদুর খান বলেন, জমিটি নিয়ে একাধিকবার সামাজিক বৈঠকও হয়েছিলো। এবার উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। কর্ণফুলীর বড়উঠান ইউনিয়ন ভূমি কর্মকর্তা তৌহিদুল আলম বলেন, আদালত ১৪৫ ধারা জারি করায় জমির বিষয়ে তদন্ত প্রতিবেদনের জন্য আমরা সরেজমিনে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি উভয় পক্ষের মধ্যে মারামারি হচ্ছে। তাদের মারামারি দেখে আমরা অফিসে চলে আসি। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, বড়উঠানের জমি বিরোধের ঘটনায় মারামারিতে দু’পক্ষের লোকজন আহত হয়েছে। এঘটনায় থানায় দু’পক্ষই মামলা করেছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।