আজ শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ই শ্রাবণ ১৪৩১
মিরসরাইয়ে এসএসসিতে সেরা জেবি উচ্চ বিদ্যালয়

এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৩৪৪ জন পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : রবিবার ১২ মে ২০২৪ ০৯:৪৪:০০ অপরাহ্ন | শিক্ষা

মিরসরাইয়ে এসএসসি পরীক্ষায় ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৩টি বিদ্যালয় শতভাগ পাশ করেছে। উপজেলায় এসএসসিতে পাশের হার ৮৮.৩১%, জিপিএ-৫ পেয়েছে ৩১৭ জন পরীক্ষার্থী। দাখিল পরীক্ষায় ২৬টি প্রতিষ্ঠানের মধ্যে কোনটিই শতভাগ পাশ করেনি। উপজেলায় দাখিলে পাশের হার ৮৩.৫৬%, জিপিএ-৫ পেয়েছে ২৭ জন পরীক্ষার্থী। কারিগরি পরীক্ষায় উপজেলার দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কোনটি শতভাগ পাশ করেনি। উপজেলায় কারিগরি পরীক্ষায় পাশের হার ৯৬.৫৫%।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হুমায়ুন কবির খান বলেন, উপজেলায় এসএসসিতে শতভাগ পাশ অর্জনকারী জোরারগঞ্জ বৌদ্ধ (জেবি) উচ্চ বিদ্যালয়ের ২০৬ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৭ জন পরীক্ষার্থী, নিজামপুর মোসলিম উচ্চ বিদ্যালয়ের ৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩ জন পরীক্ষার্থী, ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৮ জন পরীক্ষার্থীর সবাই পাশ করলেও জিপিএ-৫ পায়নি কোন পরীক্ষার্থী। এসএসসি পরীক্ষায় উপজেলায় ৫৩২৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ৪৭০৩ জন। দাখিল পরীক্ষায় উপজেলায় ১০২২ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৮৫৪ জন। কারিগরি পরীক্ষায় ৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫৬ জন।