আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

এবার আগুনে পুড়ে ছাই হলো কর্ণফুলীর তিন দোকান

মো. মহিউদ্দিন, কর্ণফুলী : | প্রকাশের সময় : সোমবার ১৯ ফেব্রুয়ারী ২০২৪ ০২:১৫:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

চট্টগ্রামের কর্ণফুলীতে অগ্নিকাণ্ডে মুদির দোকানসহ পুড়ে গেছে তিনটি দোকান। এ ঘটনায় কেউ হতাহত না হলেও এতে অন্তত সাড়ে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

 

কর্ণফুলী মর্ডাণ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সেপেক্টর মো: শোয়াইব হোসেন মুন্সি অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সোমবার (১৯ ফেব্রুয়ারি) গভীর রাত ২ টার দিকে উপজেলার বড়উঠান (৬ নম্বর ওয়ার্ড) শাহমিরপুর এলাকার মাজারের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

 

স্থানীয়রা জানান, রাতে হঠাৎ করে শাহমিরপুর মাজারের পাশের একটি দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন। মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে একটি মুদির দোকান ও দুইটি চায়ের দোকান পুড়ে যায়।  

 

ওয়্যার হাউস ইন্সেপেক্টর মো: শোয়াইব হোসেন মুন্সি জানান, ২টা ১০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে কর্ণফুলী মর্ডাণ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন লাগার কারণ জানা যায়নি। কী কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। 

 

এর আগে গত শনিবার রাতে চরপাথরঘাটা এলাকার একটি ফোম কারাখানায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।



সবচেয়ে জনপ্রিয়