আনোয়ারায় তিন করাত কলকে ৩ মামলায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার(৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বরুমচড়া ও শোলকাটা রাস্তার মাথা এলাকায় দুইটি করাত কলে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এ জরিমানা করা হয়ে।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন,
বুধবার ৩টি করাতকলে অভিযান পরিচালনা করা হয়। এসব করাতকলে কোন লাইসেন্স পাওয়া যায়নি। এছাড়া করাতকলের বিধিমালা অনুযায়ী প্রত্যেক করাতকল মালিক তার করাত কলে ক্রয়কৃত ও বিক্রিত সকল কাঠ ও অন্যান্য বনজদ্রব্যের উৎসের উল্লেখসহ ক্রয়-বিক্রয় এবং চিরাই এর হিসাব সংরক্ষণ করিবেন মর্মে উল্লেখ থাকলেও এটি মানছেন না কেউ। তাই করাতকল বিধিমালা ২০১২ অনুযায়ী ৩টি করাতকলের মালিককে ৩টি মামলায় ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।