আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

আনোয়ারায় মৎস্য অফিসের কম্বিং অপারেশন, ৪ লক্ষাধিক টাকার জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারাঃ | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২০ জানুয়ারী ২০২২ ০৩:৪০:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

আনোয়ারায় অবৈধ জাল অপসারনে উপজেলা মৎস্য অফিস ও উপজেলা প্রশাসনের বিশেষ কম্বিং অপারেশনে ৪ লক্ষাধিক টাকা মূল্যের জাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার(২০ জানুয়ারি) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী ও সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হকের নেতৃত্বে এ উপজেলার সাঙ্গু নদীর মোহনা হতে বঙ্গপসাগরে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ কোষ্টগার্ড সিজি সাঙ্গু স্টেশন গহিরা। এসময় উপস্থিত ছিলেন মৎস্য অফিসের কর্মকর্তা জাহেদ আহমেদ ও মোহাম্মদ এনামুল হক। উপজেলা সহকারি কমিশনার(ভূমি) তানভীর হাসান চৌধুরী জানান, বৃহস্পতিবার সকালে সাঙ্গু নদীর মোহনা থেকে বঙ্গোপসাগরে অবৈধ জাল অপসারনের লক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করে আনুমানিক ৪ লক্ষাধিক টাকা মূল্যের ৬টি বেহুন্দী জাল - ১ টি চরঘেরা জাল ও ৫টি চিংড়ি পোনা ধরার জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো কোস্ট গার্ডের পল্টনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে ।