আজ রবিবার ৫ জানুয়ারী ২০২৫, ২১শে পৌষ ১৪৩১
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মো. খোরশেদ উল্লাহ রজায়ী

আনোয়ারায় খোরশেদ উল্লাহ রজায়ীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা : | প্রকাশের সময় : শুক্রবার ২১ জানুয়ারী ২০২২ ০৬:৫৪:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন রজায়ী দরবার শরীফের সাজ্জাদনশীল মোহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ীর বিরুদ্ধে কয়েকটি অনলাইন ও সংবাদ মাধ্যমে মিথ্যা ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয়রা। শুক্রবার(২১ জানুয়ারী) বেলা ১১ টায় ওষখাইন দরবারের কার্যালয়ে ওষখাইন ও তাতোয়াবাসীর ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন মোহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য ওয়ারেছ আহমেদ, কাজী এরশাদ উল্লাহ, কাজী আবদুল্লাহ,শাহজাদা কাজীম উদ্দিন,কাজী আদনানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

লিখিত বক্তব্যে মোহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী বলেন, জায়গা-জমি নিয়ে স্থানীয় দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত মঙ্গলবার বিকালে ওই দুই পরিবারের সদস্যরা মারামারিতে জড়িয়ে পড়লে আমি স্থানীয় মেম্বারসহ লোকজন নিয়ে ঝগড়া থামাতে চেষ্ঠা করি। এসময় এক পক্ষ আমাকে হামলা করতে চাইলে আমি তাদেরকে নিবৃত্ত করি। এতে যদি আমার ভুল হয়ে থাকে আমি ক্ষমা প্রার্থী। কিন্তু এ ঘটনাকে কিছু লোক উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খোরশেদ উল্লাহ বলেন, দুই পরিবারের লোকজনসহ ওই এলাকায় আমি আর্থিক ভাবে অনেক সহযোগীতা করেছি। ওদেরকে কেন আমি নির্যাতন করতে যাবে! আমি ওদের বলেছি থানায় যেতে।