আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

আদালতের সহায়ক কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

মোহাম্মদ সোহেল রানা : | প্রকাশের সময় : শনিবার ২৯ জুন ২০২৪ ০৬:২২:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

চট্টগ্রাম আদালতের সহায়ক কর্মচারীদের অংশগ্রহণে সরকারি আইনি সহায়তা কার্যক্রমের উপর কর্মদক্ষতাবৃদ্ধি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় সিনিয়র জেলা জজ ড. আজিজ আহমদ ভূঞা।

 

"দেশের সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সম আশ্রয় লাভের অধিকারী। দেশের আপামর জনসাধারণের ন্যায় বিচার নিশ্চিত কল্পে সরকার লিগ্যাল এইড কার্যক্রমের সূচনা করেন। দেশের আপামর জনসাধারণের ন্যায় বিচার প্রতিষ্ঠা করার প্রয়াসে আদালতের সহায়ক কর্মচারীদের ভূমিকা অনস্বীকার্য। আদালতের সহায়ক কর্মচারীরা অসহায় ও দরিদ্র বিচারপ্রার্থীর প্রতি আন্তরিক হলে সরকারি আইনি সহায়তা কার্যক্রম গতিশীল হবে" আদালতের সহায়ক কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমদ ভূঞা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান, যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীন ও আবু সালেম মোঃ নোমান, সিনিয়র সহকারী জজ ব্যারিস্টার শাহনেওয়াজ মনির প্রমূখ।



সবচেয়ে জনপ্রিয়