আজ রবিবার ৫ জানুয়ারী ২০২৫, ২২শে পৌষ ১৪৩১

আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামী ফয়েজ র‍্যাবের হাতে আটক

নিজস্ব প্রতিবেদক, হাটহাজারী: | প্রকাশের সময় : মঙ্গলবার ৩১ ডিসেম্বর ২০২৪ ০৯:০৯:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

গত ১০ বছর ধরে আত্মগোপনে থাকা হাটহাজারী মডেল থানার আটটি সাজাপ্রাপ্ত মামলার পলাতক আসামি মো.ফয়েজ উল্লাহ প্রকাশ ফয়েজ (৩৮) কে রাউজান উপজেলার জলিল নগর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালের দিকে র‍্যাব-৭ চট্টগ্রাম কর্তৃপক্ষ ফয়েজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

 

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭ জানতে পারে যে, চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার সিআর মামলা নং-৩৪৭/১৪ ধারাঃ ১৮৮১ সালের এন.আই.এ্যাক্ট এর ১৩৮ মামলার দীর্ঘ ১০ বছর ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ফয়েজ উল্লাহ প্রকাশ ফয়েজ রাউজান উপজেলার জলিল নগর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছে,এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল গতকাল ৩০ ডিসেম্বর আনুমানিক বিকাল পাঁচটার দিকে উল্লেখিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো. ফয়েজ উল্লাহকে গ্রেফতার করে।পরে হাটহাজারী মডেল থানায় আটককৃত ব্যক্তিকে হস্তান্তর করে।

 

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।