আজ মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ই পৌষ ১৪৩১

২ মাস পর রাজস্থলীতে ফের করোনার হানা : ডাক্তার সহ আক্রান্ত ৩জন

মোঃআইয়ুব চৌধুরী রাজস্থলী : | প্রকাশের সময় : রবিবার ১৬ জানুয়ারী ২০২২ ০৫:৩১:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফের করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে রাঙামাটির রাজস্থলী  উপজেলায়। উপজেলা স্বাস্থ্য বিভাগে সূত্রে জানাযায় রবিবার (১৬ জানুয়ারী) উপজেলা স্বাস্থ্য বিভাগের এন্টিজেন টেস্টে ৩ জনের করোনা শনাক্ত হয়। তাঁরা সকলেই  সরকারি চাকরীজীবি ।

স্বাস্থ্য বিভাগ আরো জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমার উপসর্গ দেখা দেওয়াতে নমুণা  পরীক্ষা দেওয়ার পর  করোনা পজেটিভ আসে। তিনি সহ আরোও ২ জনের করোনা পজেটিভ আসলো।তারা হলেন, বাঙালহালিয়া ক্লিনিক স্বাস্থ্য কর্মী, পাইচিংমং মারমা, (৩২) ও আনসার সদস্য, মাইনুল ইসলাম (৫৪) তিনি বাংলাদেশ আনসার ৮ ব্যাটলিয়নের সদস্য এবং রাজস্থলী অটল ৫৬ বেঙ্গলের সাথে কর্মরত।আনসার সদস্য করোনার দুই ডোজ টিকা গ্রহন করেন,  বর্তমানে তারা কোয়ারান্টাইনে রয়েছে বলে জানা গেছে।

এদিকে ফের রাজস্থলীতে  করোনা শনাক্ত বেড়ে যাওয়ায়  উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান আরোও জোরদার করা হয়েছে বলে জানান, রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তনু কুমার দাশ। তিনি সকলকে স্বাস্থ্যবিধী মেনে চলার অনুরোধ জানান।