আজ বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

সুখ নির্ভর করে আমাদের ওপর: বুবলী

নিউজ ডেস্ক : | প্রকাশের সময় : শনিবার ১৩ মে ২০২৩ ১১:৫২:০০ পূর্বাহ্ন | বিনোদন

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী। অভিনয়ে আছেন নিয়মিত। তবে অভিনয়ের চেয়ে বর্তমানে ব্যক্তিগত জীবন নিয়ে আবারও আলোচনায় এসেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কারণ শাকিব খানের সঙ্গে তার বৈবাহিক জীবনের ঘটনা। যদিও এর আগেও একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদ সম্মেলন করে সবাইকে জানান দিয়েছেন তাদের ব্যক্তিগত বিষয়াদি নিয়ে। তবে তাদের এই কাদা-ছোড়াছুড়ি কিছুটা সময়ের জন্য বন্ধ হলেও সম্প্রতি ফের শুরু হয়।

তবে এর পর আর কোনো কথা না বললেও, বৃহস্পতিবার নিজের ফেসবুকে বেশ কয়েকটি ছবি দিয়েছেন বুবলী। শাড়িতে নিজেকে মেলে ধরেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন— ‘সুখ নির্ভর করে আমাদের ওপর।’ বুবলীর ওই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়েছে। অনুরাগীরাও জানিয়েছেন শুভকামনা।

প্রসঙ্গত, বাবা-মা হয়েছেন ঢাকাই সিনেমার তারকা জুটি শাকিব খান-বুবলী। তাদের ঘর আলো করে এসেছে ছোট্ট রাজপুত্র শেহজাদ খান বীর। তবে ২০২২ সালে ৩০ সেপ্টেম্বর বিয়ের কথা প্রকাশ্যে আনেন শাকিব-বুবলী। তারা উভয়ই জানান, তাদের একটি ছেলেসন্তানও রয়েছে। বুবলী সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ২০১৮ সালের ২০ জুলাই তাদের বিয়ে হয়। আর ২০২০ সালের ২১ মার্চ তাদের ছেলে শেহজাদ খান বীরের জন্ম।