আজ শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

সীতাকুণ্ডে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু

ইলিয়াছ ভূঁইয়া, সীতাকুণ্ড: | প্রকাশের সময় : শনিবার ১ জানুয়ারী ২০২২ ০৩:৩৪:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

‘‘নতুন বছর নতুন বই, শিক্ষা হবে আনন্দময়’’ এই শ্লোগানকে সামনে রেখে স্বাস্থ্য বিধি মেনে ২০২২ শিক্ষাবর্ষে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ শুরু হয়েছে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে। তারই অংশ হিসেবে সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছে স্কুল কর্তৃপক্ষ। তবে নতুন বই বিতরণ কার্যক্রম আজ থেকে শুরু হলেও। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এ বছরও বই উৎসব হচ্ছে না। শনিবার (১ জানুয়ারি) থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হচ্ছে। এবারের শিক্ষাবর্ষে ৪ কোটি ১৭ লাখ ২৬ হাজার ৮৫৬ জন শিক্ষার্থীর মাঝে ৩৪ কোটি ৭০ লাখ ২২ হাজার ১৩০ কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এর মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল পদ্ধতিতে পাঠ্যপুস্তক ও ৫টি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর শিক্ষার্থীদের মাতৃভাষায় মুদ্রিত পাঠ্যপুস্তকও রয়েছে। তবে, এ বছরের প্রথমদিনে সব শিক্ষার্থীকে বই দেওয়া সম্ভব হচ্ছে না। পর্যায়ক্রমে নতুন বই পাবে শিক্ষার্থীরা ।

 

এদিন প্রধান শিক্ষক জনাব এ. কে. এম. মুমিনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, সীতাকুণ্ড উপজেলা নির্র্বাহী অফিসার মো. শাহাদাত  হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জনাব এস, মোস্তফা আলম সরকার। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রীর ঘোষিত ভিশন ২০২১ ও ২০৪১ এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের জন্য শিক্ষা খাতকে অগ্রাধিকার প্রদান করেছে। শিক্ষাকে সময়োপযোগী ও কর্মমুখী করে তুলতে জাতীয় শিক্ষানীতি প্রণীত হয়েছে। শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি অভিভাবকদের ভূমিকার ওপর জোর দিয়ে প্রধান অতিথি আরও বলেন, দেশের জন্য যোগ্য, দায়িত্বশীল ও শিক্ষিত প্রজন্ম গড়ে তোলার জন্য শিক্ষক-শিক্ষিকারা যেন ছাত্রছাত্রীদের পড়াশোনায় অভিভাবকদেরও সম্পৃক্ত করেন।

 

প্রসঙ্গত, শিক্ষাকে মানসম্মত করা এবং ঝরে পড়ার হার রোধ করতে ২০১০ সাল থেকে আওয়ামী লীগ সরকার প্রতিবছর ১ জানুয়ারি ‘বই উৎসব’ করে আসছে। এদিন সারা দেশের শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই তুলে দেওয়া হয়।