সাতকানিয়ার ১৫ নং সদাহা ইউনিয়নের ফজুপাড়ার বাসিন্দা আজু মিয়ার ছেলে মোঃ নাজিম উদ্দিন পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন ধরে নিজের পৈত্রিক ভিটায় বসবাস করে আসছেন। তাদের পুরাতন বাড়ির সংস্কার কাজ শেষের দিকে। এমতাবস্থায় তার চাচা আবুল হোসেন পাখি ও তার ছেলে স্থানীয় ভাড়াটে গুন্ডা নিয়ে নির্মাণ কাজে বাধা দিলে বিষয়টি সমাধানের জন্য ইউনিয়ন পরিষদ, পরে সাতকানিয়া থানার হস্তক্ষেপে সরকারি সার্ভেয়ারের মাধ্যমে জমির সঠিক প্রতিবেদন নেওয়া হয়। সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদ ও থানার সমাধানকে তোয়াক্কা না করে হত্যার হুমকি দিয়ে আসছে আবুল হোসেন পাখি ও তার পরিবার। এ বিষয়ে গতকাল ৭ নভেম্বর সোমবার বিকালে কেরানীহাটস্থ একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলন ভুক্তভোগী মোঃ নাজিম উদ্দিন জানান, আমরা পৈত্রিক ভিটা বিএস ৫১৭ নং খতিয়ানের ৬৪৫৬, ৬৪৭৬,৬৪৭৭ ও ৬৪৮২ দাগে বসবাস করে আসছি। বাড়ি সংস্কারের প্রয়োজন হওয়ায় সংস্কার কাজ সমাপ্তির পথে যেতে না যেতেই চাচা আবুল হোসেন পাখি ও তার ছেলে স্থানীয় ভাড়াটে গুন্ডাবাহিনী নিয়ে বিভিন্নভাবে হত্যার হমকি দেয়। ইউপি চেয়ারম্যান মোরশেদুর রহমান চৌধুরী ও সাতকানিয়া থানার সমাধানকে তোয়াক্কা না করে আবুল হোসেন পাখি হত্যার হুমকি দিতে শুরু করে। এমতাবস্থায় আমরা নিরাপত্তাহীনতায় ভোগছি বিধায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুদৃষ্টি কামনা করছি। সূত্রে আরও জানা যায়, ইউপি চেয়ারম্যান বিবাদী আবুল হোসেন পাখি ও তার সন্তানকে সমাধানে আনতে না পারায় গত ২৭ সেপ্টেম্বর সাতকানিয়া থানাকে ব্যবস্থা নিতে লিখিত সুপারিশ করেন। এরই পরিপ্রেক্ষিতে নাজিম উদ্দিন গত ২ আগস্ট সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করেন।