সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিক্ষানুরাগী মো.ফয়েজ আহমদ লিটন সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হয়েছেন। গত রবিবার (৩০ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম এর বিদ্যালয় পরিদর্শক ড.বিপ্লব গাঙ্গুলি স্বাক্ষরিত এক অফিস আদেশে এ ম্যানেজিং কমিটির অনুমোদন দেওয়া হয়। এ কমিটি প্রথম সভায় তারিখ থেকে ২বছরের জন্য অনুমোদন দেওয়া হয় বলে অফিস আদেশে উল্লেখ করা হয়। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে প্রতিষ্ঠাতা সদস্য পদে আলহাজ মোস্তাফিজুর রহমান,সাধারণ অভিভাবক সদস্য পদে জামাল হোসেন, মো.আবদুস ছবুর, মো. আজিজ, মো. নুরুল আলম, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে রাশেদা বেগম,সাধারণত শিক্ষক পদে মৌলানা শফিকুর রহমান, মো.মুনির উদ্দিন ইরফান এবং মহিলা শিক্ষক প্রতিনিধি পদে করিমুন্নেছাকে মনোনীত করা হয়। এছাড়া পদাধিকার বলে অত্র বিদ্যালয়ের প্রধান সাহেদুল আনোয়ার চৌধুরী শিক্ষক সম্পাদক মনোনীত হয়েছেন। শিক্ষাবোর্ড কর্তৃক ম্যানেজিং কমিটি অনুমোদনের বিষয়টি প্রধান শিক্ষক নিশ্চিত করেছেন।